গুঞ্জনের কড়া জবাব দিলেন রোনালদো

সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জনে সংবাদের শিরোনাম হচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। জুভেন্টাস ছেড়ে নতুন ঠিকানা খুঁজতে চান বলেই গুঞ্জন চাউর। রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জনটা ছিল সবচেয়ে চড়া। আবার কখনো পিএসজিতে যাওয়ার গুঞ্জন, কখনো ম্যানচেস্টার ইউনাইটেডে। বাদ যায়নি ম্যানচেস্টার সিটিও। এ সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।

স্বাভাবিকভাবে তাকে নিয়ে এতো গালগল্প তৈরি হওয়ায় বেশ বিরক্ত রোনালদো। তাই সামাজিক মাধ্যমে এর কড়া জবাব দিয়েছেন তিনি। রিয়ালে ফেরা হচ্ছে না বলেই জানিয়ে দেন। পাশাপাশি তাকে নিয়ে কাউকে খেলতে দিবেন না বলেও জানান এ তারকা।

'যারা আমাকে চেনেন তারা খুব ভালো করেই জানেন আমি আমার কাজে কতোটা মনোযোগী। কথা কম কাজ বেশী, আমার ক্যারিয়ারের শুরু থেকে আমি এই কথা মেনে এসেছি। যাইহোক, বেশ কিছুদিন ধরে চারপাশে অনেক কথাবার্তা শুনা যাচ্ছে- লেখালেখি হচ্ছে আমাকে নিয়ে, যার কারণে আমার উচিৎ এসব ব্যাপার আমার জায়গা থেকে পরিষ্কার করে দেওয়া।'

'আমার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে যেভাবে কথা ছড়াছড়ি হচ্ছে, তা আমার জন্য যেমন অসম্মানজনক- তেমনই আমার সাথে যেসব ক্লাবের নামে গুজব ছড়ানো হচ্ছে তাদের জন্য অসম্মানজনক। একইভাবে সেসব ক্লাবের খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সমস্ত কর্মচারীবৃন্দকে ছোটো করা হচ্ছে।'

'রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা হয়ে গেছে। এটা লিপিবদ্ধ হয়েছে শব্দ-সংখ্যা থেকে শুরু করে ট্রফি-শিরোপায়। বার্নাব্যু স্টেডিয়ামের মিউজিয়াম যার সাক্ষী, এবং একেকজন সমর্থক যার প্রমাণ নিজের স্মৃতিতে বহন করে চলেছে। আর আমার অর্জনের বাইরেও, সে নয় বছরে ক্লাবের আবেগের সঙ্গে আমার সম্পর্ক ছিল গভীর অনুরাগ ও শ্রদ্ধার, যা আমার এখনও আছে এবং সবসময়ই যা লালন করব। আমি জানি যে, রিয়াল মাদ্রিদের সত্যিকারের সমর্থকরা আমাকে হৃদয়ে ধারণ করেই যাবেন এবং আমার হৃদয়েও তারা থাকবেন।'

'স্পেনের সর্বশেষ সংবাদ শিরোনামগুলোর একটি ছিল, আমি নতুন ক্লাবে যোগ দিবো। এবং অনেক ক্লাবের সাথে আমাকে মিলিয়ে ফেলার বিভিন্ন খবর ছড়ানো হয়েছে; আমি বিভিন্ন লীগে চলে যাবো এমন খবর ছড়ানো হয়েছে যা সম্পূর্ণ মিথ্যে। এবং কেউ এই ব্যাপারে সত্যিটা জানার চেষ্টাও করনি।'

আমি নীরব ছিলাম, কিন্তু আজকে এই নীরবতা ভেঙে বের হতে হচ্ছে এই কারণে যে, আমার নাম নিয়ে আমি কাউকে খেলা করতে দেব না। আমার ক্যারিয়ার ও কাজ নিয়ে আমি মনোযোগী, যেমনটা সবসময় ছিলাম। এবং সবসময় নিজের কথা রাখতে, নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে প্রস্তুত। আর বাদ বাকী যা রইলো, সব শুধু মানুষের মুখের কথা ছাড়া অন্য কিছুনা।'

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

9h ago