গোল্ডেন বয় পুরষ্কার পেলেন বার্সেলোনার পেদ্রি
ক্যাম্প ন্যুতে অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফরম্যান্সে সবার নজর কাড়েন পেদ্রি গঞ্জালেজ। অল্প দিনেই বার্সেলোনার মাঝ মাঠের কাণ্ডারি বনে যান। সে ধারায় স্পেন জাতীয় দলেরও। শেষ পর্যন্ত তার আনুষ্ঠানিক স্বীকৃতিও পেয়েছেন এ তরুণ। চলতি বছর গোল্ডেন বয় পুরষ্কার জিতে নিয়েছেন বার্সেলোনার এ স্প্যানিশ মিডফিল্ডার।
প্রতি বছর ইউরোপের সেরা উদীয়মান ফুটবলারকে গোল্ডেন বয় পুরস্কার দেয় ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্ত। যা পুরো বিশ্বে স্বীকৃত।
ইউরোপের ৪০ জন সাংবাদিকের মধ্যে ২৬ জনের প্রথম ভোট পান পেদ্রি। নয় জন তাকে রাখেন দ্বিতীয়তে। তৃতীয় স্থানে রেখেছেন দুই জন। সবমিলিয়ে পান ৩১৮ পয়েন্ট। শেষ পর্যন্ত বরুশিয়া ডর্টমুন্ডের ইংলিশ ফরোয়ার্ড জুড বেলিংহ্যামের চেয়ে ১৯৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে এ পুরষ্কার জিতে নেন তিনি। যা এ পুরষ্কারের ইতিহাসে প্রথম ও দ্বিতীয়র মধ্যে সর্বোচ্চ ব্যবধান।
সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়ে এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন পেদ্রি, 'আমি তুত্তোস্পোর্তকে ধন্যবাদ জানাই। এটা আমাকে গর্বিত করেছে। আমি জুড়ি বোর্ডের সকল সদস্যদেরও ধন্যবাদ জানাই এবং ওই সব ভক্তদের। যাদের সমর্থনে ২০২১ সালটা আমার অসাধারণ কেটেছে। অবশ্যই আমি বার্সেলোনাকে ধন্যবাদ জানাতে চাই এবং স্প্যানিশ দলকে। আমার পরিবার এবং আমার বন্ধুদের। তাদের সমর্থন ছাড়া আমি গোল্ডেন বয় পুরষ্কার পেতে পারতাম না।'
আগামী ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে গত মৌসুমের বিজয়ী আর্লিং হালান্ডের কাছ থেকে এ পুরষ্কার গ্রহণ করবেন পেদ্রি। এর আগে এ পুরষ্কার জিতেছেন কিলিয়ান এমবাপে, মাতাইস ডি লিখট, জোয়াও ফেলিক্সদের মতো তরুণরা।
গত মৌসুমটা বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটে পেদ্রির। খেলেছেন সর্বোচ্চ ৭৩টি ম্যাচ। বার্সেলোনার সঙ্গে সম্প্রতি চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। ১০ কোটি ইউরোর রিলিজ ক্লজে ২০২৬ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকছেন এই তরুণ।
Comments