গেতাফের বিপক্ষে বার্সেলোনার কষ্টের জয়

ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল গেতাফের বিপক্ষে মাঠে নেমেছিল ফুটবল ক্লাব বার্সেলোনা। শুরুটাও হয় দারুণ। কিন্তু শেষ পর্যন্ত সমান তালে লড়াই হওয়া ম্যাচে জয় তুলে নিতে বেশ ঘাম ঝরাতে হয়েছে দলটিকে। মেমফিস ডিপাইয়ের নৈপুণ্যেই কষ্টের জয়ে মাঠ ছাড়ে কাতালান দলটি।

ন্যু ক্যাম্পে রোববার গেতাফের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পায় বার্সেলোনা। ম্যাচের তিনটি গোলই হয় প্রথমার্ধে। তাও আধা ঘণ্টার মধ্যেই। কিন্তু এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলটি।

এদিন বলের দখলটা বেশি রাখলেও তুলনামূলকভাবে গোছানো আক্রমণ বেশি করে সফরকারী গেতাফেই। বার্সেলোনার চেয়ে একটি শটও বেশি নেয় তারা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় হার নিয়েই ফিরতে হয় দলটিকে।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। মেমফিসের বাড়ানো বলে ধরে ডি-বক্সে দারুণ এক কাটব্যাক করেন জর্দি আলবা। শ্যাডো করে তা ছেড়ে দেন মার্টিন ব্রেথওয়েট। ফলে ফাঁকায় পেয়ে যান রোবার্তো। আলতো টোকায় জালে জড়াতে কোনো ভুল হয়নি এ মিডফিল্ডার।

১৮তম মিনিটেই সমতায় ফেরে গেতাফে। বাঁ প্রান্ত থেকে ম্যাথিয়াস অলিভেরার কাছ থেকে বল পেয়ে সাবেক বার্সা তারকা কার্লেস অ্যালেনার সঙ্গে বল দেওয়া নেওয়া করে নিখুঁত এক গড়ানো শটে বল জালে পাঠান সান্দ্রো রামিরেজ।

এর ১২ মিনিট পর মেমফিসের গোলে ফের ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের থ্রু বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ প্রান্ত থেকে দারুণ কোণাকোণি এক শটে লক্ষ্যভেদ করেন মেমফিস।

এরপর দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল গোল করার। কিন্তু শেষ পর্যন্ত আর গোল না হলে ২-১ গোলের স্বস্তির জয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। 

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

5h ago