জাতীয় দলে আরও দুই প্রবাসী ফুটবলার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাণভোমরাই এখন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীও দারুণ নজর কেড়েছেন। সে ধারায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আরও দুই প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে। কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্টে ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন দুই প্রবাসী নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান।

আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলকে সামনে রেখে কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। এ আসরকে সামনে রেখে মঙ্গলবার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে।

১৮ বছর বয়সী তাহমিদ ফ্রান্স প্রবাসী। খেলেন ফ্রান্সের পঞ্চম স্তরের লিগের ক্লাব ভের্তুতে। আর ২৫ বছর বয়সী কানাডা প্রবাসী রাহবার খেলেন দেশটির সেমি প্রফেশনাল ওয়ান লিগ নর্থ টরেন্টো নিট্রোস ক্লাবের হয়ে।

এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছেন মোহামেডানের আতিকুজ্জামান। উত্তর বারিধারার গোলরক্ষক মিতুল মারমাও নতুন মুখ। ফিরেছেন সাদউদ্দিন, রেজাউল করিম ও বিশ্বনাথ ঘোষ। এএফসি-ফিফার অনুমতিপত্র না থাকায় জায়গা পাননি নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে যাওয়া এলিটা কিংসলে।

আগামী ২ সেপ্টেম্বর কিরগিজস্তানে শুরু হতে যাচ্ছে তিন জাতি এ টুর্নামেন্ট। সেখানে অবশ্য দল চারটি। কিরগিজস্তান জাতীয় দলের সঙ্গে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দলও। আসরের অপর দল ফিলিস্তিন। ৫ সেপ্টেম্বর তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।

২৩ সদস্যের বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, কাজী তারিক রায়হান, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, জামাল ভূইয়া, শহিদুল আলম সোহেল, সোহেল রানা, সাদউদ্দিন, রেজাউল করিম, রাকিব হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান, মিতুল মারমা, নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান।

Comments

The Daily Star  | English

Govt decides to ban activities of AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

2h ago