জানুয়ারিতে ফিরতে যাচ্ছেন ফাতি

হাঁটুর অপারেশন থেকে সেরে উঠে খেলায় ফেরার পর আবার হ্যামস্ট্রিংয়ে চোট পান আনসু ফাতি। সেই চোটের কারণে প্রায় দেড় মাস ধরে মাঠের বাইরে আছেন তিনি। তবে বার্সেলোনার কোচ জাভির জন্য আশার খবর হলো, আগামী জানুয়ারিতে ফের কাতালান দলটির জার্সিতে দেখা যাবে এই তরুণ ফরোয়ার্ডকে।
বৃহস্পতিবার ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা ফাতি ধীরে ধীরে পুরো ফিটনেস প্রাপ্তির দিকে এগোচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ৩ জানুয়ারি মাঠে নামবেন তিনি। সেদিন লা লিগার ম্যাচে মায়োর্কার আতিথ্য নেবে বার্সা।
চলতি বছর বার্সেলোনার আর দুইটি ম্যাচ বাকি আছে। দুইটিই লিগের ম্যাচ। আগামী শনিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে এলচেকে মোকাবিলা করার পর ২২ ডিসেম্বর তারা খেলতে নামবে শক্তিশালী প্রতিপক্ষ সেভিয়ার বিপক্ষে। তবে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে অনেকটা সেরে উঠলেও ওই দুই ম্যাচে ফাতিকে খেলাবে না বার্সা। কারণ ১৯ বছর বয়সী অমিত প্রতিভাবান এই ফরোয়ার্ডকে নিয়ে তারা কোনো তাড়াহুড়োয় যেতে চায় না।
গত নভেম্বরের প্রথম সপ্তাহে সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পান ফাতি। বার্সেলোনা অবশ্য আশা করেছিল, গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে পারবেন তিনি। কিন্তু তার শারীরিক পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়ায় সেদিন মাঠে নামা হয়নি। ওই ম্যাচে হেরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বার্সা। ফলে তাদেরকে খেলতে হচ্ছে উয়েফা ইউরোপা লিগে। সেখানেও তারা পেয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলির মতো কঠিন প্রতিপক্ষ।
ফাতির ফেরার খবর নিঃসন্দেহে আন্দোলিত করবে বার্সেলোনার নতুন কোচ জাভিকে। কারণ গোল করা নিয়ে সমস্যায় ভুগছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৭ ম্যাচে মাত্র ৭ গোল করেছে বার্সা। ফাতি ফিরলে আক্রমণভাগ শক্তিশালী হবে তাদের।
চোটের কারণে চলমান ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল ৮ ম্যাচ খেলেছেন ফাতি। তিনি গোল করেছেন ৪টি। হাঁটুর চোটে গত মৌসুমও আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল তার। সেসময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল প্রায় নয় মাস।
Comments