জাভিকে সতর্ক করে দিলেন সুয়ারেজ

যে কোনো মুহূর্তে ছাঁটাই হতে পারেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ এমনই। কোমানের স্থলাভিষিক্ত হওয়ার তালিকায় প্রথম নামটি ক্লাবের সাবেক তারকা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। কিন্তু তাকে এখনই বার্সেলোনার কোচ না হওয়ার পরামর্শ দিয়ে সতর্ক করে দিয়েছেন সাবেক সতীর্থ ও অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
চ্যাম্পিয়ন্স লিগে টানা দুটি ম্যাচে বিধ্বস্ত হয়ে এখন এ আসরের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় বার্সেলোনা। লা লিগাতেও অবস্থা সুবিধার নয়। ষষ্ঠ স্থানে আছে তারা। সবমিলিয়ে বেশ সংগ্রাম করছে দলটি। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছেন কোমান।
সুসময় ফিরিয়ে আনতে কোচ বদল করার কথাই ভাবছে বার্সেলোনা। যদিও ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা এর আগে আশ্বস্ত করেছিলেন যে সহসায় তাকে ছাঁটাই করা হবে না। কিন্তু দলটির অবস্থা দিনকে দিন যেন আরও খারাপ হচ্ছে। বেনফিকার মতো দলের কাছেও তারা হেরেছে ৩-০ গোলের ব্যবধানে।
ইতোমধ্যেই জাভির সঙ্গে আলোচনা চালাচ্ছে কাতালানরা। অবশ্য কয়েক মৌসুম ধরেই তাকে পাওয়ার চেষ্টা চালিয়েছে ক্লাবটি। সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর সময় থেকেই এ গুঞ্জন চলছে। এখনও কাতারে সুখেই আছেন জাভি।
জাভির জন্য এখনই বার্সেলোনার কোচ হওয়ার সময় এটা নয় বলেই মনে করেন সুয়ারেজ, 'আমার কাছে মনে না হয় আজ, কাল কিংবা তার পরের দিনই এ দলের দায়িত্ব নেওয়ার সময়। জাভি অনেক বুদ্ধিমান, সে জানে ক্লাব এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং তার সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিৎ।'
মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করে ক্লাবটির অবস্থা দেখেই জাভিকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন তার সাবেক সতীর্থ সুয়ারেজ, 'ক্লাবে এখনও তার সাবেক সতীর্থরা খেলছে। তাই তাকে সঠিক সিদ্ধান্তটি নিতে হবে এবং এটা খুবই কঠিন। এটা নির্ভর করছে কীভাবে মৌসুমটি শেষ হয়, প্রকল্প এবং অন্যান্য অনেক কিছুর উপর...।'
জাভিকে বার্সেলোনার যোগ্য কোচ ভাবলেও আরও নেওয়ার পক্ষেই কথা বলেছেন এ উরুগুইয়ান তারকা, 'অবশ্যই, আমি তাকে একজন আমি খুবই যোগ্য কোচ হিসেবে দেখছি। তবে তার খেলোয়াড়ি জীবনের মতো কোচিং ক্যারিয়ারকেও দুর্দান্ত করার সম্ভাবনা বাড়াতে অবশ্যই তাকে অপেক্ষা করতে হবে।'
Comments