জাভির 'আশ্চর্যজনক' জয়

দলের এক ঝাঁক খেলোয়াড় ইনজুরিতে। তার উপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এলো করোনাভাইরাস। একের পর এক খেলোয়াড় আক্রান্ত হওয়ায় মোট ১৭ জন খেলোয়াড় মাঠের বাইরে। একাদশ গড়তে বাধ্য হয়েই একাডেমির ৯ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেন জাভি হার্নান্দেজ। আর সেই দল নিয়েই মায়োর্কার মাঠ থেকে দারুণ জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। তাতে দারুণ উচ্ছ্বসিত বার্সা কোচ।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচে মায়োর্কাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটি আসে লুক ডি ইয়ংয়ের দারুণ এক হেডার থেকে। তবে একাই তিনটি গোল পেতে পারতেন এ ডাচ স্ট্রাইকার। গোলের আগে তার দুটি প্রচেষ্টা প্রতিহত হয় বারপোস্টে।
নতুন বছরের শুরুতে এমন জয় স্বাভাবিকভাবেই সবচেয়ে সুখি মানুষটির নাম জাভি। ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস গোপন করেননি এ কাতালান কোচ, 'এটা আমাদের জন্য আশ্চর্যজনক একটি জয়, কারণ আমরা আজ ১৭ জন খেলোয়াড় মাঠের বাইরে ছিল, তাই এর অর্থ অনেক।'
'এর মানে আমরা একটি দল, আমরা একটি পরিবার, আমরা সত্যিই একটি বড় গ্রুপ। আমরা সত্যিই ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি, তাই আমি সত্যিই খুশি। এই জয়ের মানে অনেক কিছু। আমাদের এভাবে চালিয়ে যেতে হবে এবং যেতে হবে কারণ দলটি আজ একটি দারুণ প্রচেষ্টা চালিয়েছে।' - যোগ করেন জাভি।
প্রতিপক্ষের মাঠে আগের দিন বেশ দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে বার্সা। ৬৫ শতাংশ বল পায়ে রাখার সঙ্গে ১২টি সুযোগ তৈরি করেছে তারা। যার অন্তত তিনটি গোল হতেও পারতো। শিষ্যদের কাছ থেকে বছর জুড়ে এমন পারফরম্যান্সই আশা করছেন জাভি।
এদিনও শেষ সময়ে গোল হজম করতেই পারতো বার্সা। গোলরক্ষক টের স্টেগেনের অবিশ্বাস্য এক সেভে জয় নিশ্চিত হয় তাদের। তবে এসব নিয়ে ভাবছেন না জাভি, 'আজ যে জিনিসগুলো হয়নি তা বলার দিন নয়, তবে ভালো জিনিসগুলো বলার দিন। আমাদের অবশ্যই ইতিবাচক জিনিসগুলোর প্রশংসা করতে হবে। প্রথমার্ধে, টের স্টেগেনের সেভ। আমরা একটি গোল না না খেয়ে মাঠ ছেড়েছি, আমরা জানি কিভাবে সংগ্রাম পেতে হয়... এটাই ফুটবল।'
Comments