জিততে হলে একটু ভাগ্যের প্রয়োজন: আনচেলত্তি

অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ। এই এক ম্যাচেই নয়, নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই পিছিয়ে থেকে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। একের পর এক এমন রাজকীয় প্রত্যাবর্তনে তাদের ভাগ্যও সঙ্গ দিয়েছে দারুণভাবেই। তবে এমন সব ম্যাচে জিততে হলে কিছুটা ভাগ্য প্রয়োজন আছে বলেই মনে করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ম্যাচে ম্যান সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তারা হেরেছিল ৪-৩ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৫ অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

তবে এদিন ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত দুই গোলের ব্যবধানে পিছিয়ে ছিল রিয়াল। এরপর যোগ করা সময়ে দুটি গোলই শোধ করে দেয় দলটি। নাটকীয়ভাবে দুইবার জালের দেখা পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি পায় দলটি। সেখানে নিখুঁত এক স্পট কিকে বল জালে পাঠান করিম বেনজেমা। এরপর জমাট রক্ষণে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও হারতে হয় সিটিজেনদের। অথচ শেষ দিকের ঝলকেই জয় রিয়ালের। ম্যাচ শেষে তাই নিজেদের ভাগ্যবানই বললেন রিয়াল কোচ, 'যখন সবাই ভেবেছিল খেলা শেষ, তখন এটি একটি ভালো সমন্বয়ই যথেষ্ট ছিল। আমরা আমাদের সমস্ত শক্তি এতে লাগাই। জিততে হলে একটু ভাগ্যের প্রয়োজন। তারা খুব শক্ত প্রতিপক্ষ ছিল, কিন্তু দল কখনও হাল ছাড়েনি। আমাদের সবকিছু ছিল: ত্যাগ, ভাগ্য এবং শক্তি। এটা একটা তীব্র ম্যাচ ছিল যেটা আমরা খুব ভালো খেলেছি।'

নকআউট পর্বের শুরুতেই পিএসজির বিপক্ষে লড়াই। এরপর চেলসি। সেমিতে সিটি। তিনটি ম্যাচেই তারা জিতেছে প্রায় একইভাবে। এমন জয়ের ক্লাবের ঐতিহ্যের ভূমিকাও দেখছেন আনচেলত্তি, 'চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে অদ্ভুত কিছু ঘটেছে। আমরা খুব শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি, সব শক্তিশালী দলের বিপক্ষে। কৃতিত্ব সব খেলোয়াড়দের এবং ভক্তদের যারা ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়েছে এবং ধাক্কা দিয়েই গেছে... জার্সির ওজন এবং ক্লাবের গর্বও একটি ভূমিকা পালন করে।'

রিয়াল হারার আগ পর্যন্ত হারে না বলেই জানান তিনি, 'এই ক্লাবের মাহাত্ম্য, এটি এমন একটি ক্লাব, যখন মনে হবে সব শেষ তখনও আপনাকে হাল ছেড়ে দেওয়ার অনুমতি দেয় না। এটি আপনাকে চালিয়ে যাওয়ার, লড়াই করার, বিশ্বাস করার শক্তি দেয়। এটি একটি খুব শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একটি ভালো ম্যাচ ছিল, সমান লড়াই, প্রতিযোগিতামূলক। শেষ দিকে, আমরা সমতায় ফেরার জন্য শক্তির শেষ বিটটি খুঁজছিলাম এবং তারপর আমরা ম্যাচটি জিততে গিয়েছি।'

ফাইনালে উঠে দারুণ খুশি এ কোচ এবার নজর দিচ্ছেন লিভারপুলের দিকে, 'আমার অনুভূতি হচ্ছে ফাইনালে উঠতে পেরে আমি খুবই খুশি। আবার লিভারপুলের বিপক্ষে, ম্যানেজার হিসেবে তাদের বিপক্ষে তিনটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আমি লিভারপুলে দুই বছর ছিলাম এবং এটা আমার জন্য একটি ডার্বি। আমি ইয়ুর্গেনকে (ক্লপ) ভালো করেই জানি। তার এবং তার কোচিং স্টাফদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা আছে। এটি একটি দুর্দান্ত ফাইনাল হতে যাচ্ছে। খুব কাছাকাছি ফাইনাল হতে যাচ্ছে।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

2h ago