জুভেন্টাসকে হারিয়ে গাম্পের ট্রফি বার্সেলোনার

লিওনেল মেসি নেই। খুব শীগগিরই হয়তো নতুন কোনো দলের সারথি হবেন। তাতে শোকে মুহ্যমান পুরো দলই। আর সেই শোককে যেন শক্তিতে পরিণত করে আগের দিন জুভেন্টাসের বিপক্ষে দারুণ জ্বলে উঠল বার্সেলোনা। ইতালিয়ান ক্লাবটিকে হারিয়ে জিতে নিলেন জুয়ান গাম্পের ট্রফি।
রোববার রাতে ন্যু ক্যাম্পে প্রস্তুতি পর্বের ম্যাচে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে একটি করে গোল দিয়েছেন মেমফিস ডিপাই, মার্টিন ব্রাথওয়েট ও রিকি পুচ।
ঝালিয়ে নেওয়ার ম্যাচ হলেও দুই দলই প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল। তুরিনের দলটির লাইন আপে ছিলেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও। যদিও খেলেছেন শুধু প্রথমার্ধে। তবে সব মিলিয়ে সুবিধা করে উঠতে পারেনি অতিথি দলটি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। মাঝ মাঠ থেকে নিখুঁত এক পাসে ফাঁকায় থাকা মেমসিসকে খুঁজে নেন ইউসুফ দেমির। বল পেয়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই ডাচ ফরোয়ার্ড।
প্রথমার্ধের ২১ ও ৩৫তম মিনিটে দুইবার বল জালে জড়িয়েছিল বার্সা। তবে অফসাইডের কারণে বাতিল হয় দুটিই গোলই। এ অর্ধে দারুণ দুটি শট নিয়েছিলেন রোনালদো। তবে বার্সা গোলরক্ষক নেতোর দৃঢ়তায় গোল হয়নি।
৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। মেমফিসের কর্নার থেকে লাফিয়ে উঠে দারুণ এক হেডে বল জালে জড়ান এ ডেনিশ তারকা। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে আরও একটি গোল পায় বার্সা। ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে লক্ষ্যভেদ করেন বদলি খেলোয়াড় রিকি পুচ। ফলে বড় জয় নিয়েই প্রস্তুতি পর্ব শেষ করে দলটি।
আগামী ১৫ অগাস্ট লা লিগার লড়াইয়ে মাঠে নামবে বার্সা। সেদিন তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। অন্যদিকে সিরি আয় মাঠে নামার আগে জুভেন্টাস আগামী শনিবার আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আতালান্তার বিপক্ষে।
Comments