জুভেন্টাসে অনুশীলনে ফিরেছেন রোনালদো

জুভেন্টাসের হয়ে গত মৌসুমটা দারুণ কেটেছে ক্রিস্তিয়ানো রোনালদোর। কিন্তু তারপরও গুঞ্জন ছিল চলতি মৌসুমে তাকে বিক্রি করে দিবে ক্লাবটি। তবে শেষ পর্যন্ত সকল গুঞ্জন উড়িয়ে তুরিনেই থাকছেন এ পর্তুগিজ তারকা। সোমবার যোগ দিয়েছেন ক্লাবের অনুশীলনেও।
মূলত রোনালদোর উচ্চ বেতনের জন্য তাকে ছেড়ে দিতে চেয়েছিল জুভেন্টাস। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে প্রায় সব ক্লাবই কম বেশি ক্ষতির মধ্যে রয়েছে। জুভেন্টাসও তাদের মধ্যে অন্যতম।
তবে নতুন মৌসুমে রোনালদো জুভেন্টাসেই থাকছেন বলে দুদিন নিশ্চিত করেছেন ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট পাভেল নেদভেদ, 'জুলাই ২৬ তারিখে রোনালদোকে ডাকা হয়েছে, সে সোমবার ফিরে আসবে এবং আমাদের সঙ্গেই থাকছেন।'
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কারণেই তুরিনে ফিরতে দেরি হয়েছে রোনালদো। ক্লান্তি কাটিয়ে উঠতে কিছুটা বাড়তি ছুটি কাটিয়েছেন তিনি। সোমবার নিজস্ব বিমানে চড়ে তুরিনে আসার পর জে মেডিক্যাল শারীরিক পরীক্ষা করেই ক্লাবের অনুশীলনে যোগ দেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
তবে চলতি মৌসুম শেষেই জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ ফুঁড়বে রোনালদোর। তার সঙ্গে নতুন চুক্তি করবে কি-না তা এখনও জানায়নি ক্লাবটি। তবে অনেক গুঞ্জনই রয়েছে ট্রান্সফার মার্কেটে। ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তারা। ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়ার গুঞ্জনও চড়া।
Comments