জুভেন্টাসে থাকার ইচ্ছা নেই রোনালদোর, জানালেন কোচ

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিটা এক প্রকার হয়েই গেছে ক্রিস্তিয়ানো রোনালদো। বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা। গতকাল থেকেই এমন সংবাদ চাউর প্রায় সব আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে সংবাদ যে অনেকটাই সত্যি তা জানিয়েছেন দলের প্রধান কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি। সিটিতেই যাচ্ছেন কি-না তা না জানালেও রোনালদোর জুভেন্টাস ছাড়তে চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এ কোচ।
সিরি আয় নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট খোয়ানো জুভেন্টাস শনিবার মুখোমুখি হবে এ মৌসুমে প্রোমোশন পাওয়া এমপালির বিপক্ষে। ঘরের মাঠের এ ম্যাচের স্কোয়াডে রোনালদোকে রাখেননি কোচ আলেগ্রি। তুরিনের এ ক্লাবটির হয়ে আর খেলার ইচ্ছা নেই বলেই এ ম্যাচে তাকে রাখেননি এ ইতালিয়ান কোচ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার রোনালদো প্রসঙ্গে আলেগ্রি বলেন, 'গতকাল ক্রিস্তিয়ানোর সঙ্গে কথা বলার সময় সে আমাকে জানিয়েছে যে তার আর জুভেন্টাসে চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এ কারণে আগামীকালের ম্যাচে আমরা তাকে স্কোয়াডে রাখিনি। সে গতকাল কোনো অনুশীলন করেনি। এখন আমরা এমপালি নিয়ে কথা বলতে পারি।'
এদিকে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদ অনুযায়ী, আগের দিন অনুশীলনে না আসলেও আজ শুক্রবার জুভেন্টাসের অনুশীলন গ্রাউন্ডে এসেছিলেন রোনালদো। তবে অনুশীলন করেননি। এসেছিলেন সতীর্থদের কাছ থেকে বিদায় নিতে। আধা ঘণ্টার কিছু বেশি সময় সেখানে থাকার পর বিদায় নেন এ পর্তুগিজ তারকা।
তবে রোনালদোকে ছাড়াও জুভেন্টাস তাদের মতো এগিয়ে যাবে বলেই অঙ্গীকার করেন আলেগ্রি, 'পরিস্থিতি বদলায়। এটাই জীবনের নিয়ম। জুভেন্টাস থাকবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ক্রিস্তিয়ানো তার অবদান রেখে গিয়েছে। সে এখানে এসেছিল, এখন সে চলে যাচ্ছে এবং জীবন এগিয়ে যাবে।'
জুভেন্টাসের হয়ে যা করেছেন তার জন্য রোনালদোকে ধন্যবাদ জানাতে ভোলেননি এ কোচ, 'ক্রিস্তিয়ানো যা করেছে তার জন্য তাকে ধন্যবাদ। এবং এটা তরুণ খেলোয়াড়দের জন্য উদাহরণ হয়ে থাকবে। তবে আমি যেটা বলছি, আমাদের এগিয়ে যেতে হবে।'
২০১৮ সালে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন রোনালদো। কিন্তু ইতালিতে প্রত্যাশিত সফলতা পাওয়া হয়নি তার। গত তিন মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হতাশ করার পাশাপাশি সবশেষ মৌসুমের সিরি আর শিরোপাও হারায় জুভরা।
উল্লেখ্য, রোনালদোর নতুন ঠিকানা হিসেবে জোরেশোরে উচ্চারিত হচ্ছে ম্যানচেস্টার সিটির নাম। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের সঙ্গে তার মৌখিক চুক্তি হয়ে গেছে বলে দাবি করেছে অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তাই চূড়ান্ত চুক্তি এখন কেবল সময়ের অপেক্ষা।
Comments