জুভেন্টাসে যোগ দিলেন দি মারিয়া

গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন ধরেই। সেই গুঞ্জন অবশেষে দেখা দিল সত্যি হয়ে। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়া আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়ে যোগ দিলেন জুভেন্টাসে।
আনুষ্ঠানিক বিবৃতিতে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি শুক্রবার ফ্রি ট্রান্সফারে দি মারিয়ার যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে। তুরিনের ক্লাবটিতে ২২ নম্বর জার্সি পরে খেলবেন দি মারিয়া। তার সঙ্গে ২০২৩ সালের জুন পর্যন্ত চুক্তি করছে তারা।
রিয়াল মাদ্রিদে সফল চার মৌসুম পার করে এই উইঙ্গার ২০১৪ সালে যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে ভাল করতে পারেননি। পরে যোগ দেন পিএসজিতে।
পিএসজির হয়ে দ্রুতই ভরসার নাম হয়ে উঠেন আর্জেন্টাইন তারকা। পিএসজিতে সাত বছরে জিতেছেন লিগ ওয়ানের পাঁচ শিরোপা। তবে চ্যাম্পিয়ন্স লিগে আসেনি সাফল্য। এরপর আর তার সঙ্গে চুক্তি পাড়ায়নি ফরাসি ক্লাব। দলহীন হয়ে পড়া দি মারিয়ার এবার মিলল ঠিকানা।
আর্জেন্টিনার হয়েও বড় দুটি সাফল্য আছে দি মারিয়ার। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সোনা জেতা আর্জেন্টিনা দলে ছিলেন তিনি। ২০২১ সালে জেতেন কোপা আমেরিকার শিরোপা। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে তার গোলেই অবিস্মরণীয় জয় পায় আর্জেন্টিনা।
আসছে কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার বড় ভরসা তিনি। লিওনেল মেসির পর দলের সবচেয়ে বড় তারকাও।
এদিকে জুভেন্টাসে যোগ দিতে যাচ্ছেন পল পগমাও। ইউনাইটেডের সঙ্গে চার বছরের চুক্তি শেষ করে ফ্রি ট্রান্সফারে তিনিও তুরিনের ক্লাবটিতে নাম লেখাতে যাচ্ছেন।
Comments