জেতার লক্ষ্য নিয়েই বার্নাব্যুতে যাবেন গার্দিওলা

ছবি: টুইটার

রোমাঞ্চকর এক লড়াইয়ে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার পথে এক ধাপ এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। তবে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বলেই প্রথম লেগের এই ফল নিয়ে উচ্ছ্বসিত হওয়ার আগে দুবার ভাবতে হচ্ছে পেপ গার্দিওলাকে। নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্বিত সিটিজেনদের কোচ অবশ্য দ্বিতীয় লেগেও জেতার লক্ষ্য স্থির করেছেন।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৪-৩ গোলে জিতেছে ম্যান সিটি। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে তারা আরও দুই গোল করলেও রিয়ালও সমানসংখ্যক গোল ফিরিয়ে দেয়। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের হয়ে লক্ষ্যভেদ করেন কেভিন ডি ব্রুইন, গ্যাব্রিয়েল জেসুস, ফিল ফোডেন ও বার্নার্দো সিলভা। সফরকারীদের পক্ষে করিম বেনজেমার জোড়া গোলের পাশাপাশি নিশানা ভেদ করেন ভিনিসিয়ুস জুনিয়র।

গোল উৎসবের দারুণ উপভোগ্য ম্যাচ শেষে গার্দিওলা ব্রিটিশ গণমাধ্যম বিটি স্পোর্টসকে বলেছেন, অতৃপ্তি থাকলেও দলের পারফরম্যান্স তাকে খুশি করেছে, 'আমরা দুর্দান্ত একটি দলের বিপক্ষে অসাধারণ একটি ম্যাচ খেলেছি। প্রথমার্ধে কিছু মুহূর্ত ছিল যখন তারা উজ্জীবিত হয়েছে এবং ঘুরে দাঁড়িয়েছে।'

'আমার মনে হয়, আমরা তাদেরকে সেটা করতে দিয়েছি কারণ আক্রমণে ওঠার সময় আমরা নার্ভাস অনেক ছিলাম। সাধারণত আমরা এসব ক্ষেত্রে সতর্ক থাকি ও ভালো করি। তাছাড়া, তারা খুব শক্তভাবে আমাদের প্রেস করেছে। আমরা আমাদের পারফরম্যান্স নিয়ে গর্বিত। কিন্তু বিষয়টা হলো ফাইনালে ওঠার। আমরা মাদ্রিদে যাচ্ছি ম্যাচটা জেতার চেষ্টা করতে।'

ম্যাচের ১১ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ম্যান সিটি। রিয়াদ মাহরেজ ও ফোডেন ব্যর্থ না হলে আরও বড় ব্যবধানে লিড নিতে পারত তারা। হাতছাড়া হওয়া ওই সুযোগগুলো গার্দিওলাকে হতাশ করলেও রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে ভালো করতে শিষ্যদের উৎসাহ দিচ্ছেন তিনি, 'ফল যাই হোক না কেন, যদি এটা ২-০ বা ৩-০ হতো, তবুও আমাদের বার্নাব্যুতে যেতে হতো এবং ভালো খেলতে হতো।'

'আমরা দ্বিতীয়ার্ধে যেভাবে খেলেছি, সেভাবে যদি খেলি, তাহলে আমরা জিততে পারব না। যদি আমরা অন্য অর্ধে যেভাবে খেলেছি, সেভাবে খেলি, তাহলে আমরা জিততে পারব। আমি আমার খেলোয়াড়দের কেবল এটাই বলব যে সেখানে (বার্নাব্যু) গিয়ে আমরা ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই, আর অন্য কিছু ভাবার নেই।'

আগামী ৫ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আবার মুখোমুখি হবে ইউরোপের ক্লাব ফুটবলের দুই পরাশক্তি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

Comments

The Daily Star  | English

Public service recruitment: Govt to scrap political vetting

The practice of vetting a candidate's political affiliation through intelligence agencies before recruitment and promotion is set to be scrapped

15h ago