জেসুসের গোলে চেলসিকে হারাল ম্যান সিটি

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখাল ম্যানচেস্টার সিটি। বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য বজায় রেখে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে এগিয়ে গেল তারা। গ্যাব্রিয়েল জেসুসের ওই লক্ষ্যভেদই গড়ে দিল দুই পরাশক্তির লড়াইয়ের ভাগ্য। চেলসির বিপক্ষে দুর্দান্ত জয় পেল পেপ গার্দিওলার শিষ্যরা।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১-০ গোলে জিতেছে শিরোপাধারী ম্যান সিটি।
গোটা ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি চেলসি। গোলমুখে তারা শটই নিতে পারে কেবল পাঁচটি। অন্যদিকে, সিটিজেনদের নেওয়া ১৫ শটের মধ্যে লক্ষ্যে ছিল চারটি।
জার্মান টমাস টুখেল ব্লুজদের কোচ হওয়ার পর তিনবারের দেখায় প্রতিবারই হেরেছিলেন সিটির স্প্যানিশ কোচ গার্দিওলা। এবার ব্যর্থতার সেই বৃত্ত ভাঙলেন তিনি।
আক্রমণের ধারা বজায় রেখে ম্যাচের ৫৩টম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় সফরকারী সিটি। জোয়াও ক্যানসেলোর দূরপাল্লার শট প্রথমে ডি-বক্সে থাকা জেসুসের পায়ে লাগে। এরপর এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার জায়গা বানিয়ে নিয়ে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে খুঁজে নেন জালের ঠিকানা। কিছুই করার ছিল না চেলসি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির।
এই জয়ে ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে গেছে ম্যান সিটি। চেলসি নেমে গেছে এক ধাপ নিচে। সমান ম্যাচে তাদের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।
Comments