জয়ে ফিরল ফ্রান্স, জিতেছে পর্তুগাল-নেদারল্যান্ডসও

কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে টানা দুই ম্যাচে হোঁচট। আরও একটি হোঁচট মানেই বিশ্বকাপের মূল পর্ব কঠিন করে ফেলা বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। তবে আতোঁয়ান গ্রিজমানের জোড়া গোলে জয়ের ধারায় ফিরেছে ফ্রান্স। ক্রিস্তিয়ানো রোনালদো না থাকলেও আজারবাইজানের বিপক্ষে সহজেই জিতেছে পর্তুগাল। আর মেমফিস ডিপাইয়ের হ্যাটট্রিকে তুরস্ককে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। 

মঙ্গলবার ঘরের মাঠে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে 'ডি' গ্রুপের ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। দুটি গোলই করেছেন বার্সেলোনা ছেড়ে অ্যাতলেতিকো মাদ্রিদে ফেরা গ্রিজমান।

ম্যাচের শুরু থেকে একক আধিপত্য বিস্তার করে খেলা ফরাসিরা এগিয়ে যায় ২৫তম মিনিটে। বাঁ প্রান্ত অ্যান্থনি মার্শিয়ালের পাস পেয়ে ডি-বক্সে গ্রিজমানের উদ্দেশ্য বল বাড়ান বেনজেমা। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন গ্রিজমান। ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলটি। আবারও দারুণ ফিনিশিংয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এ অ্যাতলেতিকো তারকা গ্রিজমান।

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 'এ' গ্রুপের ম্যাচে তুরস্কের মাঠে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। তাতে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে দলটি। দলের হয়ে গোল পেয়েছেন বের্নার্দো সিলভা, আন্দ্রে সিলভা ও দিয়োগো জটা।

২৬তম মিনিটে প্রথম গোল পায় পর্তুগাল। ব্রুনো ফের্নান্দেসের বাড়ানো বল ধরে কোনাকুনি এক ভলিতে লক্ষ্যভেদ করেন বের্নার্দো সিলভা। পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে দলটি। প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে গোলমুখে ফাঁকায় থাকা আন্দ্রে সিলভাকে বল দেন জটা। আলতো টোকায় জালে জড়াতে কোনো ভুল হয়নি এ উলভস তারকার। ৭৫তম মিনিটে নিজেই গোল করেন জটা। জোয়াও কেনসেলোর ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন তিনি।

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 'জি' গ্রুপের ম্যাচে ঘরের মাঠে তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। দলের হয়ে হ্যাটট্রিক করেন বার্সেলোনা তারকা মেমফিস ডিপাই। এছাড়া একটি করে গোল পেয়েছেন ডেভি ক্লাসেন, গুস টিল ও ডনিল মেলান।

ম্যাচের প্রথম মিনিটেই ক্লাসেন গোল করে দলকে এগিয়ে দেন। ১৬তম মিনিটে নিজের প্রথম গোল করেন মেমফিস। ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল পান। ৫৪তম মিনিটে করেন হ্যাটট্রিক পূরণ। এরপর ৮০তম মিনিট টিল ও ৯০তম মিনিট মেলান গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ডাচরা। তবে এদিন ম্যাচের অর্ধেকের বেশি সময় ১০ জন নিয়ে খেলতে হয় তুরস্ককে। ৪৪তম মিনিটে লাল কার্ড দেখেন কাগলার সঞ্চু।

Comments

The Daily Star  | English

Jatiya Party central office vandalised, library set on fire in Kakrail

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

3h ago