জয় লেস্টারের প্রাপ্য ছিল: ভ্যান ডাইক

ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে একের পর এক আক্রমণ। কেবল গোলের দেখাই পেল না লিভারপুল। অন্যদিকে ধারার বিপরীতে গোল দিয়ে জয় তুলে নিল লেস্টার সিটি। কিন্তু তারপরও জয়টা ফক্সদেরই প্রাপ্য ছিল বলে মনে করেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক।
কিং পাওয়ার স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটির কাছে ১-০ গোল হেরে গেছে লিভারপুল। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি আসে আদেমোলা লুকমানের পা থেকে। অথচ ম্যাচের ১৬তম মিনিটে মোহামেদ সালাহ পেনাল্টি মিস না করলে এগিয়ে যেতে পারতো অলরেডরা। পাঁচটি সহজ সুযোগ নষ্ট করে দলটি।
এদিন মাঝমাঠের দখল রেখে ৬৩ শতাংশ বল পায়ে ছিল লিভারপুলের। শটও নেয় ২১টি। অন্যদিকে মাত্র ছয়টি শট নিয়েই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। মূলত লিভারপুলের সাবেক ও বর্তমান লেস্টার কোচ ব্রেন্ডন রজার্সের নিখুঁত পরিকল্পনা এবং নিজেদের অগণিত সুযোগ নষ্ট করার খেসারত দিয়ে হারে লিভারপুল।
ম্যাচ শেষে এ বিষয়গুলোই তুলে ধরলেন ভ্যান ডাইক। অ্যামাজন প্রাইমের সঙ্গে আলাপকালে বলেন, 'আমি মনে করি এ জয় তাদের প্রাপ্য ছিল কিন্তু এটা পরিষ্কারভাবেই আমরাও পেতে পারতাম। আমি মনে হয় ফাইনাল থার্ডে আমরা খুবই দুর্বল ছিলাম। আমার অনেক ক্রস তারা ভালোভাবেই ডিফেন্স করেছে। সামগ্রিকভাবে, একটি ভাল পারফরম্যান্স নয়।'
প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়ে নিজেদের ভুল শুধরে নেওয়ার অঙ্গীকার করেন এ ডিফেন্ডার, 'তারা খুব বেশি সুযোগ কিছু তৈরি করেনি তবে বিরতির পর তারা বিপজ্জনক হতে উঠেছিল যেখানে তারা ভালো ছিল। তাদের কৃতিত্ব দিতেই হবে। আমাদের নিজেদেরকে দেখতে হবে এবং আরও উন্নতি করতে হবে, যা আমরা করব। এটা ফুটবলের অংশ।'
এ হারে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান বেড়ে হলো ছয়। তবে লিগ শিরোপা পুনরুদ্ধারের জন্য শেষ পর্যন্ত চেষ্টা চালানোর প্রত্যয় ঝরে এ ডাচ তারকার কণ্ঠে, 'আমরা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। আমরা ভালো সুযোগ তৈরি করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আজ দিনটি আমাদের ছিল না। সব নেটের পেছনে গিয়েছে। পেনাল্টি মিস হলে যা হয়। তবে এটা হতাশাজনক।'
Comments