টটেনহ্যামের অনুশীলনে ফিরলেন কেইন!

মিডফিল্ডারদের ফলস নাইনে খেলিয়ে আর কতো? চলতি মৌসুমে একজন পুরোদুস্তর স্ট্রাইকার চাই-ই চাই। মোটা অঙ্ক নিয়েই তাই এবার দল বদলের বাজারে নেমেছে ম্যানচেস্টার সিটি। মূল লক্ষ্য টটেনহ্যাম হটস্পার্সের হ্যারি কেইন। সিটিতে যাওয়ার গুঞ্জন চড়া থাকলেও স্পার্সের হয়ে অনুশীলনে ফিরেছেন ইংলিশ অধিনায়ক।

জনপ্রিয় ক্রীড়াভিত্তিক স্পোর্টস পোর্টাল গোলডটকম নিশ্চিত করেছে মঙ্গলবার সতীর্থদের সঙ্গে দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন কেইন। নতুন মৌসুমে নতুন কোচ নুনো এস্পিরিতো সান্তোর অধীনে এদিনই প্রথম দলীয় অনুশীলনে নামলেন এ তারকা। তবে দলীয় অনুশীলনে না থাকলেও স্পার্সের অনুশীলন গ্রাউন্ডের হোটেলেই ছিলেন কেইন। সেখানেই ব্যক্তিগত অনুশীলন চালিয়ে গেছেন তিনি।

২৮ বছর বয়সী এ তারকাকে নিয়ে এবার নানা গুঞ্জনই চলছে। তাকে কিনতে চাইছে সিটি। ইংলিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এর জন্য প্রস্তাবও বড় অঙ্কের দিয়েছে তারা। টটেনহ্যাম অবশ্য তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। নিজেদের সেরা তারকাকে ছেড়ে দিতে রাজী নয় দলটি।

এদিকে নতুন মৌসুমে এরমধ্যেই এক রাউন্ড হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। নিজেদের প্রথম ম্যাচে আবার মুখোমুখি হয়েছে এ দলদুটি। তাতে সিটিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে স্পার্সরাই। সে ম্যাচে একজন স্ট্রাইকারের অভাব খুব ভালোভাবেই টের পেয়েছে দলটি। ১৮টি শট নিয়েও গোলের দেখা পায়নি। এরমধ্যে ৩টি ছিল সহজ সুযোগ।

তাই এ মৌসুমেই একজন ভালো মানের স্ট্রাইকার পেতে মরিয়া সিটি কোচ পেপ গার্দিওলা। এদিকে ইতালিয়ান গণমাধ্যমের খবর, ক্রিস্তিয়ানো রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস জুভেন্টাস ফরোয়ার্ডকে নেওয়ার বিষয়ে প্রস্তাব দিয়েছেন ম্যান সিটিকে। সিটিজেনদের মালিক শেখ মনসুর বিন জায়েদ আল-নাহিয়ানও নাকি এ প্রস্তাবে ভীষণ আগ্রহী। টটেনহ্যামে কেইনের অনুশীলনে ফেরা কি সেই ইঙ্গিতই দিচ্ছে?

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

1h ago