ট্রান্সফার লাইভ: বার্সেলোনাকে প্রতিশ্রুতি দিয়েছেন সালাহ

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

চেলসিতে যাওয়ার কাছাকাছি দেম্বেলে

চুক্তি নবায়ন নিয়ে বার্সেলোনার সঙ্গে আলোচনায় তেমন কোনো আগ্রগতি নেই। এরমধ্যেই উসমান দেম্বেলেকে পেতে মরিয়া হয়ে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। ব্রিটিশ সংবাদমাধ্যম টকস্পোর্ট জানিয়েছে, চেলসির সঙ্গে দেম্বেলের আলোচনার বশ অগ্রগতি হয়েছে। বরুসিয়া ডর্টমুন্ডের পর এ ইংলিশ ক্লাবে ফের মিলন হচ্ছে টমাস টুখেলের সঙ্গে।

বার্সেলোনায় যাওয়া লিডস ও এজেন্টের উপর ছেড়ে দিয়েছেন রাফিনহা

এলান্ড রোড থেকে ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে আনতে পাবে বার্সেলোনা? ভাগ্য এখন লিডস ও তার এজেন্ট ডেকোর হাতে। নিজের ভবিষ্যৎ নিয়ে এমনটাই বলেছেন এ ব্রাজিলিয়ান, 'আমাদের পরের ম্যাচে জাপানের বিপক্ষে। তারপর আমি ছুটিতে যাব। আমার ২০২৪ সাল পর্যন্ত লিডসের সঙ্গে একটি চুক্তি রয়েছে, আমার ভবিষ্যৎ এখন ডেকো (তার এজেন্ট) এবং লিডসের হাতে। আমি মন এখন জাতীয় দলের সামনের ম্যাচে এবং আমার ছুটিতেও। আমার একটি ছুটি প্রয়োজন।'

গ্রীষ্মের দলবদলের জন্য ৩৫০ মিলিয়ন ইউরো রয়েছে রিয়ালের

আসন্ন ট্রান্সফার উইন্ডোতে নতুন মুখ আনতে ব্যয় করার জন্য ৩৫০ মিলিয়ন পাউন্ড রয়েছে রিয়াল মাদ্রিদের। ইউরোপীয় সাফল্য এবং বেশ কিছু উচ্চ বেতনধারীর বিদায়ে এ আয় হয়েছে তাদের। একই সঙ্গে বাজেট ছাঁটাই করে খরচও কমিয়েছে ক্লাবটি। তাদের খেলোয়াড় কেনার তহবিল বড় হয়েছে তাদের।

এছাড়া বেশ কয়েক বছর ধরেই বড় কোনো দামী চুক্তিও করছে না রিয়াল। মূলত চলতি মৌসুমে কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডকে পেতে অর্থ সঞ্চয় করে রেখেছিল দলটি। তবে শেষ পর্যন্ত পায়নি তাদের কাউকেই। ম্যানচেস্টার সিটিতে গিয়েছেন হালান্ড। আর পিএসজিতেই থেকে গেছেন এমবাপে।

বার্সেলোনাকে প্রতিশ্রুতি দিয়েছেন সালাহ

আগামী গ্রীষ্মেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে মোহামেদ সালাহর। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর দাবি ফ্রি এজেন্ট হওয়ার পর বার্সেলোনায় যোগ দেওয়ার ব্যাপারে ক্লাবটির সঙ্গে আলোচনা করেছেন তিনি। এমনকি তাদের প্রতিশ্রুতিও দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। অনেকদিন থেকেই লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চললেও এখনও আলোর মুখ দেখেনি সে চুক্তি। 

জেসুসকে পেতে বেতন দ্বিগুণ করছে আর্সেনাল

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন গ্যাব্রিয়েল জেসুস। এ ব্রাজিলিয়ানকে পেতে মরিয়া হয়ে উঠেছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে এ ব্রাজিলিয়ানকে পেতে সিটির চেয়ে দ্বিগুণ বেতন প্রস্তাব রাখছে ক্লাবটি। সাপ্তাহিক দুই লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছে তারা।

এরিকসন পেতে চায় ম্যানচেস্টার ইউনাইটেডও

ডেনিশ তারকা ক্রিস্তিয়ান এরিকসনকে ফেরাতে চায় টটেনহ্যাম হটস্পার্স। তাকে পেতে চায় এভারটনও। ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের সংবাদ অনুযায়ী, এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ২০২০ ইউরোতে ম্যাচ চলাকালীন সময়ে হার্ট অ্যাটাক হয়েছিল তার। এরপর এই জানুয়ারিতে ছয় মাসের চুক্তিতে খেলেছিলেন ব্রেন্টফোর্ডের হয়ে।

Comments

The Daily Star  | English

Jucsu election set for July 31 after 33-year gap

The first election to the Jahangirnagar University Central Students' Union (Jucsu) in 33 years will be held on July 31

54m ago