ট্রান্সফার লাইভ: রাফিনহার জন্য ৬৫ মিলিয়ন ইউরো চায় লিডস

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

রাফিনহার জন্য ৬৫ মিলিয়ন ইউরো চায় লিডস

উসমান দেম্বেলের শূন্যতা পূরণ করতে অনেক দিন থেকেই রাফিনহাকে পাওয়ার চেষ্টা করছে বার্সেলোনা। তবে অবশেষে ক্লাবটিকে এ ব্রাজিলিয়ানের দাম বেঁধে দিয়েছে লিডস ইউনাইটেড। তাকে পেতে হবে ৬৫ মিলিয়ন ইউরো খরচ করতে হবে কাতালানদের। এমনটাই জানিয়েছেন ইয়ালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

ডি ইয়ংকে পাওয়ার আশা ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেড

বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছাই নেই ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের। তবে পর্যন্ত ছাড়তে হলে ম্যানচেস্টার ইউনাইটেডের যেতে চান না তিনি। তবে তাকে পাওয়ার আশা ছাড়ছে না ক্লাবটি। পল পগবার জায়গায় তাকেই চান ক্লাবটির নতুন কোচ এরিক টেন হাগ। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, বার্সেলোনা ৬০ মিলিয়ন ইউরো পেলেই বিক্রি করে দেবে এ ডাচ তারকাকে। 

বেলকে ফেরাবে না টটেনহ্যাম

মৌসুমে শেষেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে গ্যারেথ বেলের। এরমধ্যেই লস ব্লাঙ্কোসদের বিদায় বলে দিয়েছেন তিনি। গুঞ্জন ছিল ফের ফিরতে পারে টটেনহ্যাম হটস্পার্সে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সংবাদ অনুযায়ী, তাকে ফেরানোর কোনো ইচ্ছাই নেই ইংলিশ ক্লাবটির।

দি মারিয়াকে পেতে চাইছে বার্সেলোনা

আর্থিক ঘাটতির জন্য কম মূল্যে মূলত ফ্রি এজেন্ট খুঁজছে বার্সেলোনা। আনহেল দি মারিয়া হতে পারে দলটির জন্য ভালো অপশন। ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে এ আর্জেন্টাইনের। তাকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে জুভেন্টাস। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ অনুযায়ী, তার দিকে নজর দিয়েছে বার্সেলোনা। 

মিলানের সঙ্গে আলোচনায় বসবেন ইব্রাহিমোভিচ

এসি মিলানের সঙ্গে খুব শীগগিরই আলোচনায় বসবেন জ্লাতান ইব্রাহিমোভিচ। হাঁটুর ইনজুরি থেকে ফিরে আসতে তার ৭ থেকে ৮ মাস সময় লাগবে। অর্থাৎ মৌসুমের প্রায় অর্ধেকটাই থাকতে হবে মাঠের বাইরে। তাই নিজের বেতন কমিয়ে নতুন চুক্তি করতে আলোচনায় বসবেন বলেই জানিয়েছে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার ফিরে আসার পর থেকেই ঘুরে দাঁড়াতে থাকে মিলান। প্রথম মৌসুমে দারুণ লড়াই করে না পারলেও দ্বিতীয় মৌসুমে ঠিকই জিতে নেয় স্কুদেত্তো। 

লিভারপুল নয়, বার্সেলোনা পছন্দ রাফিনহার

সাদিও মানের বিকল্প হিসেবে বার্সেলোনার রাডারে থাকা রাফিনহাকে চায় লিভারপুল। তবে রেডদের আশায় পানি ঢেলে দিয়েছেন বলেই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত। দল-বদল করলে লিভারপুল নয়, বার্সেলোনা যেতেই পছন্দ করবেন এ ব্রাজিলিয়ান।

লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করবেন না সালাহ

লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে অনেক দিন থেকেই আলোচনা চলছে। যদিও আগ্রগতি হয়নি কিছুই। গুঞ্জন ছিল নতুন প্রস্তাব দিতে পারে রেডরা। তবে এ মিশরীয় তারকা নতুন কোনো প্রস্তাব আর গ্রহণ করবেন না বলেই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর। মূলত আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে বার্সেলোনায় যোগ দিতেই এমনটা করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

Comments

The Daily Star  | English

Funeral of Pope Francis begins at Vatican

Applause rang out as the wooden coffin, inlaid with a large cross, was brought out of St. Peter's Basilica and into the sun-filled square by white-gloved, black-suited pallbearers.

2h ago