ট্রান্সফার লাইভ: ইউনাইটেডে থাকছেন রোনালদো, আর্সেনালে রাফিনহা?

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

ওসিমেনকে চায় নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেড

ইতালিয়ান সংবাদমাধ্যম ক্যালসিওমার্কাতোর সংবাদ অনুযায়ী, নাপোলি স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে দলে পেতে প্রতিদ্বন্দ্বিতা করছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিউক্যাসল ইউনাইটেড। উভয় ক্লাবই এই গ্রীষ্মে ২৩ বছর বয়সী খেলোয়াড়কে পেতে চাইছেন বলে জানিয়েছে তার এজেন্ট। তবে এ তারকার জন্য কমপক্ষে 100 মিলিয়ন ইউরো পেতে চায় নাপোলি।

দেম্বেলেকে ধরে রাখতে চান জাভি

উসমান দেম্বেলের চুক্তি নবায়ন নিয়ে অনেক চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে পারেনি বার্সেলোনা। তার অতিরিক্ত দাবীতে শেষ পর্যন্ত এ পরিকল্পনা থেকে সরে এসেছে ক্লাবটি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতোর সংবাদ অনুযায়ী, দেম্বেলের চুক্তি নিয়ে কাজ করতে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাকে আরও এক দফা অনুরোধ করেছেন কোচ জাভি হার্নান্দেজ। সংবাদ অনুযায়ী, এ ফরাসি তারকাকে পেতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেডও।

রাফিনহার জন্য আর্সেনালের প্রস্তাব

বার্সেলোনার সঙ্গে লিডস ইউনাইটেডের রাফিনহাকে পেতে লড়াইয়ে নেমেছে আর্সেনাল। এ ব্রাজিলিয়ানের সঙ্গে মৌখিক আলোচনা চূড়ান্ত হলেও ক্লাবটিকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব এখনও দেয়নি কাতালানরা। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের সংবাদ অনুযায়ী, এ তারকার জন্য ৫৮ মিলিয়ন ইউরোর প্রস্তাব তৈরি করছে আর্সেনাল। 

ম্যানচেস্টার ইউনাইটেডের ১৮০ মিলিয়ন ইউরোর পরিকল্পনা

ট্রান্সফার উইন্ডোতে এবার বেশ ধীর গতিতে দেখে শুনেই এগোচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের জন্য ৭০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত ক্লাবটি। এছাড়া আন্তনি ও এভানিলসনের জন্য যথাক্রমে ৫০ ও ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব তৈরি করছে তারা।

রিয়ালে চুক্তি নবায়ন করছেন না ক্রুস

২০২৩ সালের জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে টনি ক্রুসের। তাই তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের সংবাদ অনুযায়ী, রিয়ালের সঙ্গে নতুন কোনো চুক্তি করছেন না এ জার্মান তারকা। মূলত আগামী মৌসুম পর্যন্ত নিজের পারফরম্যান্স দেখতে চান তিনি। পারফরম্যান্সে ঘাটতি হলে ক্লাবে বোঝা হতে চান না তিনি।

ইউনাইটেডেই থাকছেন রোনালদো

ইতালিয়ান গণমাধ্যম লা রিপাবলিকার করা সংবাদ অনুযায়ী ক্রিস্তিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন চাউর। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ইউনাইটেডেই থাকছেন এ পর্তুগিজ তারকা। তাকে নিজের পরিকল্পনায় রেখেছেন ক্লাবটির নতুন কোচ এরিক টেন হাগ। 

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

5h ago