ট্রান্সফার লাইভ: মাগুয়েইরের জন্য বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইউনাইটেড

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
ম্যানচেস্টার ইউনাইটেডেই যোগ দিচ্ছেন এরিকসন
গত মৌসুমে খেলেছিলেন ব্রেন্টফোর্ডে। এবার তাকে চায় সেই ক্লাবটি। তাকে চায় ম্যানচেস্টার ইউনাইটেডও। এ নিয়ে দ্বিধায় আছেন ক্রিস্তিয়ান এরিকসন। তবে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের সংবাদ অনুযায়ী, ইউনাইটেডকে বেছে নিতে যাচ্ছেন এ ডেনিশ ফরোয়ার্ড। তাকে পাওয়ার তালিকায় থাকলেও নিজেদের প্রত্যাহার করে নিয়েছে টটেনহ্যাম হটস্পার্স।
রাফিনহার রেস থেকে সরে এসেছে আর্সেনাল
রাফিনহাকে পেতে বেশ মরিয়া হয়েই উঠেছিল আর্সেনাল। তবে দল বদলের জন্য বার্সেলোনার প্রতি বেশি আগ্রহী ছিলেন এ ব্রাজিলিয়ান। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, লিডস উইঙ্গারের রেস থেকে নিজেদের প্রত্যাহার করেছে গানাররা। আপাতত ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুসকে পেতে সম্পূর্ণ মনোযোগ দিতে চায় দলটি।
মাগুয়েইরের জন্য বার্সেলোনার বিড প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার ইউনাইটেড
ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। অর্থের জন্য এ তারকাকে বিক্রি করতে রাজী বার্সেলোনাও। তবে এ চুক্তির মধ্যে ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি মাগুয়েইরকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল কাতালানরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রেড ডেভিলরা।
সুয়ারেজকে পেতে আশাবাদী রিভারপ্লেট
অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে দুই মৌসুমের চুক্তি শেষে বর্তমানে ফ্রি এজেন্ট লুইস সুয়ারেজ। তাকে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট তাকে পেতে চাইছে। যদিও তার জন্য প্রস্তাব রয়েছে বেশ কিছু ইউরোপিয়ান ক্লাবেরও। ইএসপিএন আর্জেন্টিনার সংবাদ অনুযায়ী, শেষ পর্যন্ত এ আর্জেন্টাইন ক্লাবকেই বেছে নিবেন বলে প্রত্যাশা করছে ক্লাব কর্মকর্তারা।
Comments