ট্রান্সফার লাইভ: রোনালদোকে পেতে আলোচনায় বার্সেলোনা

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

বার্সার সঙ্গে দুই বছরের চুক্তি করতে পারেন দেম্বেলে

টেকনিক্যালি এখন আর বার্সেলোনার খেলোয়াড় নন উসমান দেম্বেলে। জুনের শেষেই ফ্রি এজেন্ট হয়েছেন। তার চুক্তি নবায়ন নিয়ে অনেক দিন থেকেই নানা আলোচনা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, নতুন চুক্তি করতে সম্মত হয়েছেন এ ফরাসি। ন্যু ক্যাম্পে আরও দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন তিনি। 

বার্সেলোনার দুই খেলোয়াড়ে আগ্রহী টটেনহ্যাম

নতুন মৌসুমে শক্তিশালী দল গড়তে এই গ্রীষ্মের দল-বদলে দারুণ মনোযোগী ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার্স। বেশ কিছু ইংলিশ সংবাদমাধ্যমের সংবাদ অনুযায়ী, ফুটবল ক্লাব বার্সেলোনার দুই খেলোয়াড়কে কিনতে চায় তারা। ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাই ও ফরাসি ডিফেন্ডার ক্লেমো লংলের প্রতি আগ্রহী স্পার্স। তবে লংলের আলোচনা প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

রোনালদোর সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বার্সেলোনা

নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চ্যাম্পিয়ন্স লিগের রেসে থাকা কোনো ক্লাবে যোগ দিতে চান ক্রিস্তিয়ানো রোনালদো। বেশ কিছু ক্লাবই তাকে পেতে আগ্রহ দেখাচ্ছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসের সংবাদ অনুযায়ী, তাকে পেতে চাইছে বার্সেলোনাও। এরজন্য রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডিসের সঙ্গে আলোচনা করবে ক্লাবটি।  

টুখেলের অগ্রাধিকারে নেই রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাওয়ায় ক্রিস্তিয়ানো রোনালদোকে পেতে চাইছে চেলসি। লন্ডনের ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জনও বেশ চড়া। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের সংবাদ অনুযায়ী, টমাস টুখেলের অগ্রাধিকারে নেই রোনালদো। বিকল্প অনন্য খেলোয়াড়দের পাওয়ার চেষ্টায় মরিয়া তিনি। যদিও ক্লাবটির নতুন মালিক টড বোহলির এ পর্তুগিজ তারকাকে দলে পেতে চান।

ডি লিখটকে চায় বায়ার্ন

স্কাই স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, জুভেন্টাসের ডিফেন্ডার মাতাইস ডি লিখটকে পেতে চাইছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। এরমধ্যেই এ ডাচ ডিফেন্ডারকে তাদের প্রজেক্টে যোগ দিতে বোঝাতে সক্ষম হয়েছে বাভারিয়ানরা। এখন তাদের আলোচনা করতে হবে জুভেন্টাসের সঙ্গে। তাকে পেতে হলে বড় অঙ্কের অর্থই খরচ করতে হবে ক্লাবটিকে। ৮০ মিলিয়ন ইউরো চায় তুরিনের ক্লাবটি।

জিয়েখকে ধারে চায় মিলান

চেলসির ছাড়ার সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত। নতুন মৌসুমে এসি মিলানে যোগ দিতে পারেন হাকিম জিয়েখ। দ্য অ্যাথলেটিকের সংবাদ অনুযায়ী, তাকে ধারে পেতে চেলসির সঙ্গে আলোচনা করছে ক্লাবটি। মূলত চেলসির একাদশে নিয়মিত জায়গা না পাওয়ায় দল বদল করতে চাইছেন মরক্কোর এ ফরোয়ার্ড।

Comments

The Daily Star  | English

Rally begins near Jamuna demanding ban on Awami League

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

54m ago