ট্রান্সফার লাইভ: কেবল বায়ার্ন চাইলেই বার্সা ছাড়বেন ডি ইয়ং

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

হ্যারি কেইনে নজর বায়ার্নের

রবার্ট লেভানদোভস্কি এরমধ্যেই বিদায় নিয়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন। তার শূন্যতা পূরণে একজন ভালো মানের স্ট্রাইকার খুঁজছে বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ অনুযায়ী, এরজন্য ইংলিশ তারকা হ্যারি কেইনে নজর দিয়েছে ক্লাবটি। যদিও টটেনহ্যাম হটস্পার্সের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার। তাই এই স্বাক্ষর করা সহজ হবে না বাভারিয়ানদের জন্য।

বায়ার্ন চাইলেই বার্সেলোনা ছাড়বেন ডি ইয়ং

আর্থিক ঘাটতির কারণে ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে বিক্রি করতে চায় বার্সেলোনা। এরমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ভালো প্রস্তাবও পেয়েছে দলটি। কিন্তু এ ডাচ মিডফিল্ডার দল ছাড়তে নারাজ। তবে কাতালান সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, যদি বায়ার্ন মিউনিখ তাকে নিতে রাজী হয়, সেক্ষেত্রে বার্সেলোনা ছাড়তে কোনো অসুবিধা নেই তার। 

কিম্পেম্বেকে পেতে পিএসজির সঙ্গে আলোচনায় চেলসি

সেন্টার-ব্যাক পজিশনে নিজের শক্তি আরও বাড়াতে পিএসজির প্রেসনাল কিম্পেম্বের দিকে নজর দিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সংবাদ অনুযায়ী, এরমধ্যেই ৪৫ থেকে ৫০ মিলিয়নের একটি প্রস্তাব দিয়েছে ক্লাবটি। তবে পিএসজির চাওয়া কমপক্ষে ৬০ থেকে ৬৫ মিলিয়ন ইউরোর।

দিবালার সঙ্গে কথা বলেছেন মরিনহো

ইন্টার মিলানের সঙ্গে নাপোলির নামটা বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। তবে পাওলো দিবালাকে পেতে চায় এএস রোমাও। ইতালিয়ান সংবাদমাধ্যম ক্যালসিওমার্কেতোর সংবাদ অনুযায়ী, তার জন্য এ আর্জেন্টাইন তারকাকে সরাসরি কল করেছেন কোচ জোসে মরিনহো। বার্ষিক ৬ মিলিয়ন ইউরোতে চার বছরের চুক্তি করতে চায় দলটি।

ডি ইয়ংয়ের জন্য আরও অপেক্ষা করতে হবে ইউনাইটেডকে

অনেক দিন থেকেই বার্সেলোনার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে পাওয়ার চেষ্টায় রত ম্যানচেস্টার ইউনাইটেড। কাতালানদের সঙ্গে আলোচনাটাও এগিয়েছেন। কিন্তু এ ডাচ মিডফিল্ডারই চাইছেন না ইউনাইটেডে যোগ দিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের সংবাদ অনুযায়ী, তাকে পেতে অপেক্ষাটা আরও বাড়ছে ইংলিশ ক্লাবটির।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

28m ago