ট্রান্সফার লাইভ: কুন্দের জন্য চেলসির নতুন প্রস্তাব

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

জুভেন্টাস ছেড়ে বায়ার্নে ডি লিখট

ডিফেন্সের শক্তি বাড়াতে এবার জুভেন্টাসের মাতাইস ডি লিখটকে পেতে মরিয়া হয়ে উঠেছিল বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত এ ডিফেন্ডারকে পেয়েছে তারা। জুভেন্টাসে তিন মৌসুম কাটিয়ে ২০২৭ পর্যন্ত বায়ার্নে খেলার জন্য চুক্তি করেছেন এ ডাচ তারকা। তারজন্য প্রায় ৭৭ মিলিয়ন খরচ করতে হয়েছে বাভারিয়ানদের।

কুবোকে বিক্রি করে দিল রিয়াল

বার্সেলোনা ছেড়ে অনেক স্বপ্ন নিয়ে তিন বছর আগে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তাকেফুসা কুবো। কিন্তু স্বপ্ন পূরণ হলো না এ জাপানি ফরোয়ার্ডের। বছর তিনেক বিভিন্ন ক্লাবে ধারে খেলানোর পর এবার তাকে বিক্রিই করে দিল রিয়াল। ছয় মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে রিয়াল সোসিয়েদাদে যোগ দিয়েছেন কুবো।

কুন্দের জন্য চেলসির নতুন প্রস্তাব

অনেক দিন থেকেই চেলসির টার্গেট হুলেস কুন্দে। রেলেভোর সংবাদ অনুযায়ী, তাকে পেতে প্রস্তাব আরও বড় করেছে দলটি। ৫৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ক্লাবটি। তবে এখনও নিজেদের সিদ্ধান্তের কথা জানায়নি সেভিয়া। এ সেন্টার-ব্যাকের জন্য আরও অর্থ প্রত্যাশা তাদের।

আর্সেনালে যেতে রাজী হয়েছেন জিনচেঙ্কো

ম্যানচেস্টার সিটির সঙ্গে ৩৬ মিলিয়ন ইউরোর প্রস্তাবে রফা দফা আগেই হয়েছিল আর্সেনালের। অপেক্ষা ছিল ওলেকজান্ডার জিনচেঙ্কোর মতামতের। গোলডটকমের সংবাদ অনুযায়ী, আর্সেনালে যেতে রাজী হয়েছেন ইউক্রেনের এ ডিফেন্ডার। চার বছরের গানারদের দলে যোগ দিচ্ছেন তিনি।

বায়ার্নের পথে ডি লিখট

মাতাইস ডি লিখটকে আলোচনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বায়ার্ন মিউনিখ। ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকজমের সংবাদ অনুযায়ী, ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ ডিফেন্ডারকে পেতে জুভেন্টাসের মৌখিক চুক্তিতে একমত হয়েছে দলটি। আজই শারীরিক পরীক্ষায় জন্য জার্মানি যাওয়ার কথা এ ডাচ তারকার।

Comments

The Daily Star  | English

Protests continue in Khulna for 3rd day demanding KMP commissioner’s removal

Protesters staged a sit-in outside the KMP headquarters, blocking roads and chanting slogans

35m ago