তবুও ইউনাইটেডে অনিশ্চিত রোনালদোর ভবিষ্যৎ
দলের শেষ নয় গোলের মধ্যে আট গোলই তার। মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতাও বটে। ইংলিশ প্রিমিয়ার লিগে তার আগে আছেন কেবল মোহামেদ সালাহ। তবুও ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের ভবিষ্যৎটা এখনও নিশ্চিত হয় ক্রিস্তিয়ানো রোনালদো। নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় এ পর্তুগিজ তারকা তারকা থাকবেন কি-না তা জানেন না বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিক।
বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে মার্কোস আলোনসো চেলসিকে এগিয়ে দেন। দুই মিনিট পরই রোনালদোর দেওয়া গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে রেড ডেভিলরা।
ইউনাইটেডকে মূল্যবান এক পয়েন্ট এনে দিলেও ইউনাইটেডে তার থাকা নিয়ে নিশ্চিত নন রাংনিক। কোচ হিসেবে মৌসুম শেষেই তার অধ্যায় শেষ হলেও পরামর্শক হিসেবে থাকছেন তিনি। আর এখনও দলের সঙ্গে এক বছর চুক্তি বাকি রয়েছে রোনালদো। তারপরও তাকে ধরে রাখার ব্যবধানে সন্দিহান কোচ। অথচ এমন ক্ষেত্রে পারফর্মারদের ধরে রাখার জন্য মরিয়া থাকে ক্লাবগুলো।
নতুন মৌসুমে রোনালদোর ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে রাংনিক বলেন, 'এই ব্যাপারটি নিয়ে বোর্ড এবং আমার সঙ্গে এরিকের সঙ্গে আলোচনা হবে। ক্রিস্তিয়ানোর আরও এক বছরের চুক্তি রয়েছে। সে কি চায় এটাও গুরুত্বপূর্ণ। তবে দিন শেষে এটা এরিক এবং ক্রিসের (রোনালদো) সম্মিলিত সিদ্ধান্ত হবে। আমার পক্ষে এটা বলা সম্ভব না, তবে আজ তার পারফরম্যান্স সত্যিই অসাধারণ ছিল।'
বর্তমানে ইউনাইটেড অনেকটাই রোনালদোর উপর নির্ভরশীল হয়ে উঠেছে। এ তারকা ছাড়া আর কেউই গোল পাচ্ছেন না। ফলে আগামী মৌসুমে নতুন ফরোয়ার্ড আনার দিকে মনোযোগী হবেন বলে জানান রাংনিক, 'এই মুহূর্তে, আমরা ক্রিস্তিয়ানোর উপর অনেক বেশি নির্ভর করছি, চেলসির দখলে থাকা ম্যাচেও সে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। তবে নিশ্চিতভাবে কিছু নতুন স্ট্রাইকার আনার দিকে মনোযোগ দিতে হবে।'
এদিকে, চেলসির বিপক্ষে জয় না পাওয়ায় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পাড়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে ইউনাইটেডের। সেরা চারের প্রথম দুই স্থানে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির থাকা নিশ্চিত। বাকি স্থান নিয়ে লড়াইয়ে চারটি দল। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি। সমান ৩৩টি করে ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিতে চারের আর্সেনাল ও ৫৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে টটেনহ্যাম হটস্পার। ৩৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ইউনাইটেড।
Comments