দল বদলের শেষ দিনের চমক হবেন এমবাপে?

'কঠিন তবে অসম্ভব নয়।' এমবাপে প্রসঙ্গে এমন শিরোনাম দিয়েই সংবাদ প্রকাশ করেছে মাদ্রিদ ভিত্তিক সংবাদমাধ্যম মার্কা। কারণ দলটা যখন রিয়াল মাদ্রিদ, তখন সেখানে শেষ বলে কিছু থাকে না। অন্তত ইতিহাস তাই বলে। তাই রিয়ালের দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিলেও যে এমবাপেকে দলে টানার সম্ভাবনা নেই, তা বলা যায় না। ডেড লাইন ডে'তেই হয়তো চমক দেখাতে পারেন লস ব্লাঙ্কোসরা।
স্পেন ও ফ্রান্সের প্রায় সব সংবাদমাধ্যমগুলোর খবর, এমবাপের জন্য পিএসজিকে দেওয়া প্রস্তাব ফিরিয়ে নিয়েছে রিয়াল। তাদের দেওয়া প্রস্তাব পিএসজিকে মানতে ৩০ আগস্ট পর্যন্ত সময় দিয়েছিল দলটি। অন্যদিকে মার্কাসহ কিছু সংবাদমাধ্যম পাশাপাশি ভিন্ন সংবাদও প্রকাশ করেছে। এমবাপেকের জন্য প্রস্তাব আরও বাড়াতে যাচ্ছে রিয়াল। ২০০ মিলিয়ন ইউরো। আর এমনটা হলে শেষ দিনে চমক দেখা কি খুব অস্বাভাবিক?
এমবাপেকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না পিএসজি। কিন্তু তাদের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছেন, তাকে দল ছাড়তে হলে পিএসজির শর্ত মেনেই ছাড়তে হবে। আর কি সেই শর্ত? পিএসজির চাহিদা পূরণ করেই যেতে হবে এমবাপেকে। ফরাসি সংবাদমাধ্যম লা'কিপের সংবাদ অনুযায়ী, তার জন্য ২২০ মিলিয়ন ইউরো চাই দলটির। রিয়াল মাদ্রিদ এ অর্থ দিয়ে দিলেই সব চুকে যায়?
কিন্তু পিএসজির সঙ্গে এমবাপের চুক্তিটা ফুরচ্ছে মৌসুম শেষেই। যেহেতু তিনি রিয়ালে খেলতে ইচ্ছুক, সেক্ষেত্রে বিনে পয়সায় তাকে নিতে পারবে রিয়াল। কিন্তু এক মৌসুমের জন্য ধৈর্য ধরতে রাজী নয় ক্লাবটি। তাছাড়া, কে জানে মৌসুমে শেষে হয়তো মন বদলে ফেলবেন না তিনি। পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়ে যায়, এমবাপেকে যদি মূল ফোকাসে চলে আসেন তাহলে বদলে যাওয়া খুব অস্বাভাবিকও নয়।
ডেডলাইন ডে'তে চমক দেখানোর নজির অনেক রিয়ালের। ২০০২ সালে দল বদলের শেষ দিনে ইন্টার মিলান থেকে রোনালদো নাজারিওকে কিনেছিল তারা। ২০০৫ সালে সেভিয়া থেকে সের্জিও রামোসকে। টটেনহ্যাম হটস্পার্স থেকে গ্যারেথ বেলকে ২০১৩ সালের দল বদলের শেষ দিনে কিনে এনেছিল দলটি। এরপর রিয়ালের চারটি চ্যাম্পিয়ন্স লিগের জয়ের মূলনায়কই এ ওয়েলস তারকা। এমবাপেকে দিয়ে হয়তো ষোলোকলা পূরণ করতে পারে তারা।
তবে এমবাপেকে দলে টানার কাজটা খুব একটা সহজ হবে না রিয়ালের জন্য। কারণ পিএসজি তাকে ধরে রাখতে মরিয়া। একই সঙ্গে ইগোও কাজ করছে তাদের। রিয়ালের কাছে এ তরুণকে বিক্রি করতে চায় না তারা। আর প্যারিসে খুব একটা অসুখী নন এমবাপে। দুদিন আগেই রাঁসের বিপক্ষে পিএসজির জয়ের নায়ক তিনি। করেছেন জোড়া গোল। খেলেছেন পুরো ম্যাচ। ম্যাচ শেষে এক সাক্ষাতকারেও বলেছেন, বেশ ভালো রয়েছেন তিনি।
Comments