দিবালার চুক্তি কেন হয়েও হচ্ছে না?

দুই মৌসুম আগেও ক্রিস্তিয়ানো রোনালদো যখন জুভেন্টাসের মূল তারকা, তখন তাকে ছাপিয়ে সিরিআর সেরা খেলোয়াড় হওয়ার মর্যাদা পেয়েছিলেন পাওলো দিবালা। এ তথ্যই যথেষ্ট তার প্রতিভা প্রমাণে। অনেক দিন থেকেই সময়ের অন্যতম প্রতিভাধর খেলোয়াড় হিসেবেই মানা হয় এ আর্জেন্টাইন তারকাকে। কিন্তু দল-বদলের বাজারে এখন তিনি ফ্রি এজেন্ট, কিন্তু তারপরও তাকে দলে টানার আগ্রহ নেই খুব বেশি ক্লাবের।

এইতো এ মৌসুমেও জুভেন্টাসের সঙ্গে চুক্তি নবায়নের খুব কাছেই ছিলেন দিবালা। মৌখিক চুক্তিটা এক রকম হয়েই ছিল। কিন্তু আনুষ্ঠানিক চুক্তির আগে বেঁকে বসে তুরিনের ক্লাবটি। একই অবস্থা ইন্টার মিলানের সঙ্গেও। কদিন আগেও নেরারুজ্জিদের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়েই ছিল। কিন্তু সে চুক্তিটা এখনও আটকে রেখেছে তারা। এমনকি আরও বেশ কিছু ক্লাব তাকে নিরীক্ষা করলেও শেষপর্যন্ত কোনো আগ্রহ দেখাচ্ছে না। অথচ বছরে মাত্র ছয় মিলিয়ন ইউরো খরচ করলে তাকে পেতে পারে যে কোনো ক্লাব।

প্রশ্নটা থেকেই যায়। তবে ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ত পুরো বিষয়টি তুলে ধরেছে। মূলত এ তারকার ফিটনেসের কারণেই তাকে দলে টানতে ভয় পাচ্ছে দলগুলো। সব দলই দিবালার প্রতি আগ্রহ দেখাচ্ছে ঠিকই, কিন্তু একই সঙ্গে ভালো বিকল্প পেলেই আগ্রহ হারাচ্ছে। জুভেন্টাসের ক্ষেত্রে যেমন ফিওরেন্তিনা থেকে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে পেয়ে যায়, তখন পারিশ্রমিক কমানোর কথা বলে চুক্তি থেকে সরে আসে।

সম্প্রতি ইন্টার মিলানের সঙ্গেও যখন প্রায় একই চিত্র ঘটে। তখন থেকেই এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তার সঙ্গে আলোচনা চূড়ান্ত থাকলেও চেলসি যখন লুকাকুকে ধারে দেওয়ার কথা পাকা করে, তখনই দিবালার চুক্তি ঝুলিয়ে রাখে ইন্টার। অথচ বার্ষিক সাত মিলিয়ন ইউরোর বিনিময়ে তাদের মধ্যে আলোচনা চূড়ান্ত ছিল। পরিবার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তাতেও রাজী ছিলেন দিবালা। কিন্তু চুক্তিটা হয়েও হচ্ছে না।

ফ্রি এজেন্ট দিবালাকে পেতে পারে এসি মিলান কিংবা এএস রোমাও। কিন্তু এতো বেতন-ভাতা দিয়ে তার মতো খেলোয়াড়কে দলে টানার ঝুঁকি নিতে চায় না ক্লাবগুলো। বেতন কমালে ভেবে দেখবে তারা। এদিকে তাকে পেতে আগ্রহ দেখাচ্ছে রিয়াল মাদ্রিদও। কিন্তু তাও মার্কো আসেনসিও দল ছাড়লে। সেক্ষেত্রে স্কোয়াডে জায়গা পাওয়াই কঠিন তার। কেবল বেঞ্চের শক্তি বাড়াতেই এ আর্জেন্টাইনকে নিয়ে ভাবছে লস ব্লাঙ্কোসরা।

তবে লা গাজেত্তা জানিয়েছে, এখনও দিবালাকে পেতে আগ্রহী ইন্টার। তবে চুক্তিতে কিছুটা পরিবর্তন আনতে চায় দলটি। বার্ষিক সাত মিলিয়ন ইউরো থেকে কমিয়ে ছয় মিলিয়ন দিতে চায় তারা। তাও আবার শর্তসাপেক্ষে। আপাতত পাঁচ মিলিয়ন ইউরোর চুক্তি হবে। বাকি এক মিলিয়ন কেবল মাত্র নির্দিষ্ট পরিমাণ ম্যাচ খেলতে পারলেই পাবেন এ আর্জেন্টাইন। সংবাদ অনুযায়ী, মৌসুমে ইন্টারের মোট ম্যাচের কমপক্ষে ৫০ শতাংশ খেলতে পারলেই তা পাবেন দিবালা। অর্থাৎ ইনজুরি প্রবণ এই খেলোয়াড়কে নেওয়ার ঝুঁকি নিয়ে ভাবছে নেরারুজ্জিরাও।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

1h ago