দুই ম্যাচ নিষিদ্ধ দানি আলভেস

প্রথমে সতীর্থকে দিয়ে গোল করালেন। পরে গোল করলেন নিজেও। কিন্তু এরপর লাল কার্ড দেখতে হয় দানি আলভেসকে। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দিনটা মিশ্র অনুভূতিতেই গিয়েছে এ ব্রাজিলিয়ানের। তবে সেই লাল কার্ডে আরও দুই ম্যাচ আলভেসকে পাচ্ছে না বার্সেলোনা। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এ ডিফেন্ডার।
ম্যাচে সেদিন সরাসরি লাল কার্ড দেখে ছিলেন আলভেস। আতলেতিকো মিডফিল্ডার ইয়ানিক কারাস্কোকে পেছন থেকে বাজেভাবে ফাউল করেন তিনি। পরে ভিএআরের সাহায্য নিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি। তারই শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই অভিজ্ঞ রাইট ব্যাক।
স্বাভাবিকভাবেই একটি ম্যাচ মিস করতেন আলভেস। দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় অন্তত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পাচ্ছে না ক্লাবটি। মিস করবেন এস্পানিয়ল ও ভ্যালেন্সিয়ার বিপক্ষের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এদিকে ইউরোপা লিগে তাকে নিবন্ধন করায়নি ক্লাবটি।
অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সেরা চারে ঢুকতে পেরেছে বার্সেলোনা। অ্যাতলেতিকোর বিপক্ষে সে জয়ের অন্যতম নায়ক ছিলেন আলভেস। তাকে দুই ম্যাচের জন্য হারানোয় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কোচ জাভি হার্নান্দেজের। তাই এ নিষেধাজ্ঞার বিপক্ষে আপীল করবে ক্লাবটি।
বার্সেলোনা কর্তৃপক্ষ আশা করছে নিষেধাজ্ঞা কমবে আলভেজের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে এ ব্রাজিলিয়ানকে পাওয়ার আশা করছে তারা।
এ ব্রাজিলিয়ান তারকার সঙ্গে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন কোচ জাভির ভাই অস্কার হার্নান্দেজও। বারবার রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ করায় এ শাস্তি পেয়েছেন জাভির সহকারী হিসেবে কাজ করা অস্কার।
Comments