নঁতের কাছে হারল পিএসজি, এবার নেইমারের পেনাল্টি মিস

কদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত খেলেও লিওনেল মেসির পেনাল্টি মিসে কোনো মতে জয় পেয়েছিল পিএসজি। এবার লিগ ওয়ানের ম্যাচে পেনাল্টি মিস করেছেন নেইমার। অবশ্য জালের দেখা পেয়েছেন এ ব্রাজিলিয়ান। কিন্তু প্রথমার্ধেই তিন গোল হজম করায় নঁতের কাছে হারতেই হোল প্যারিসের ক্লাবটিকে।

শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নঁতের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে পিএসজি। লিগে ১৫ ম্যাচ পর হারল পিএসজি। এর আগে গত অক্টোবরে চলতি মৌসুমের একমাত্র হারটি রেনের মাঠে দেখেছিল তারা। আর প্রথম লেগে নঁঅতের বিপক্ষে ঠিক এর উল্টো ব্যবধানে (৩-১ গোলে) জিতেছিল পিএসজিই।

এদিন ক্লাব ক্যারিয়ারের ৮০০ ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন মেসি। কিন্তু জয়ে রাঙাতে পারলেন না সাবেক বার্সেলোনা তারকা। তবে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি। সমান ম্যাচে পঞ্চম স্থানে থাকা নঁতের সংগ্রহ ৩৮ পয়েন্ট।

ম্যাচে পিএসজি মাঝ মাঠের দখল বেশ রাখলেও লড়াইটা অবশ্য সমান তালেই হয়। ৭২ শতাংশ বল পায়ে রেখে ১৬টি শট নেয় তারা। যার ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৩টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে নঁতে।

তবে গোল করার মতো প্রথম সুযোগটি পেয়েছিল পিএসজিই। তৃতীয় মিনিটে নেইমারের থ্রু পাস থেকে হুয়ান বের্নাতের নেওয়া শট রুখে দেন গোলরক্ষক আলবাঁ লাফুঁ। উল্টো পরের মিনিটেই পিছিয়ে পরে পিএসজি। মোসেস সাইমনের পাস থেকে ডি-বক্সে কোলো মুয়ানির শট গোলরক্ষক কেইলর নাভাসের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।

অষ্টম মিনিটে মেসির শট ঠেকান লাফুঁ। ১৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ডি-বক্সে ওসমান বুকারির পাস থেকে লক্ষ্যভেদ করেন কুইতিন মেরলিন। তিন মিনিট পর এমবাপের নিচু শট ঠেকান নঁতে গোলরক্ষক। একটু পর ইদ্রিসা গেয়ির প্রচেষ্টা রুখে দেন লাফুঁ।

৪৪তম মিনিটে এমবাপেকে ফাউল সরাসরি লাল কার্ড দেখেছিলেন নঁতের ডিফেন্ডার দেনিস। তবে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টে তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

প্রথমার্ধের যোগ করা সময়ে সফল স্পট কিকে ব্যবধান ৩-০ করেন লুদোভিচ ব্লাঁস। ডি-বক্সে পিএসজির মিডফিল্ডার জিয়র্জিনিও উইনালডামের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাযান রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমান নেইমার। মেসির নিখুঁত এক পাস থেকে ডি-বক্সে এক ডিফেন্ডারকে এড়িয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করে এ ব্রাজিলিয়ান। ৫৪তম মিনিটে নেইমারের বাড়ানো বল ভালো সুযোগ ছিল এমবাপের। তবে এ ফরাসি ফরোয়ার্ডের শট কর্নারের বিনিময়ে ঠেকান লাফুঁ।

তিন মিনিট পর ডি-বক্সে এমবাপেকে কস্তেলেত্তো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু নেইমারের দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন নঁতে গোলরক্ষক।

৬৯তম এমবাপের পাস থেকে শট নিতে দেরি করায় সুযোগ নষ্ট করেন মেসি। চার মিনিট পর সুবর্ণ সুযোগ নষ্ট করেন এমবাপে। ইউলিয়ান ড্রাক্সলারের পাসে গোলরক্ষককে একা পেয়েও উড়িয়ে মারেন তিনি। ৮৫তম মিনিটে ড্রাক্সলারের দূরপাল্লার শট ঝাঁপিয়ে এক হাতে ফেরান লাফুঁ। ফলে ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

4h ago