নতুন বছরে শক্তিশালী হয়ে ফিরে আসব: পিএসজি কোচ

ছবি: পিএসজি ওয়েবসাইট

ফরাসি লিগ ওয়ানে ১৩ পয়েন্টের লিড নিয়ে শীর্ষে থেকে ২০২১ সাল শেষ করেছে পিএসজি। তবে বছরের শেষ ম্যাচে কাঙ্ক্ষিত ফলের দেখা পায়নি তারা। মাউরো ইকার্দির শেষ মুহূর্তের গোলে কোনোমতে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দলটি। তলানির দিকের ক্লাব লরিয়েঁর বিপক্ষে এমন মলিন পারফরম্যান্সের পরও ফল নিয়ে সন্তুষ্ট মরিসিও পচেত্তিনো। পাশাপাশি আগামী ২০২২ সালে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রত্যাশা জানিয়েছেন পিএসজি কোচ।

বুধবার রাতে লিগের ম্যাচে লরিয়েঁর মাঠে ১-১ গোলে ড্র করেছে প্যারিসিয়ানরা। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের আট ম্যাচের সবকটিতে হারা স্বাগতিকদের বিপক্ষে হতাশ করেন পচেত্তিনোর শিষ্যরা। চোটের কারণে নেইমার ও নিষেধাজ্ঞার কারণে কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে ভুগেছে তাদের আক্রমণভাগ। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে বদলি নামা সার্জিও রামোস লাল কার্ড পেলে হারই দেখছিল পিএসজি। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে স্বস্তি মেলে তাদের। নিয়মিতরা না থাকায় শুরুর একাদশে সুযোগ পাওয়া আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি লক্ষ্যভেদ করেন। তাতে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

পয়েন্ট তালিকার ১৯ নম্বরে থাকা দলের বিপক্ষে যেখানে জয়ই প্রত্যাশিত, সেখানে কোনোরকমে পয়েন্ট মিলেছে পিএসজির। তবে স্বপক্ষে যুক্তি দাঁড় করিয়েছেন পচেত্তিনো। ম্যাচের পর তিনি বলেছেন, টানা খেলার মধ্যে থাকায় নিজেদের মেলে ধরা সহজ ছিল না তাদের জন্য, 'এটা খুবই কঠিন একটা ম্যাচ ছিল। আমরা এই ম্যাচের আগেই আলোচনা করেছিলাম যে এটা কঠিন হবে। কারণ আমরা চার সপ্তাহের মধ্যে নয়টা ম্যাচ খেলেছি। এটা সব সময়ই কঠিন।'

ছবি: পিএসজি ওয়েবসাইট

প্রথমার্ধে লিওনেল মেসির একটি শট পোস্টে বাধা পেলে এগিয়ে যাওয়া হয়নি পিএসজির। উল্টো তমাস মঁকঁদুইতের গোলে ৪০তম মিনিটে পিছিয়ে পড়ে তারা। বিরতির পর আক্রমণের পর আক্রমণ করলেও সমতাসূচক গোলের জন্য তাদেরকে অপেক্ষায় থাকতে হয় শেষ সময় পর্যন্ত। শিষ্যদের পারফরম্যান্স নিয়ে পিএসজি কোচের বিশ্লেষণ, 'আমি মনে করি, সবদিক বিবেচনায় নিলে ন্যায্য ফলটাই এসেছে। প্রথমার্ধে আমরা ভালো খেলিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে এটা (গোল) আমাদের প্রাপ্য ছিল।'

সবাইকে বড়দিন ও নতুন বছরের জন্য শুভকামনা জানানোর সঙ্গে সঙ্গে প্রবল পরাক্রমে মাঠে ফেরার আশার সুর শোনা গেছে পচেত্তিনোর কণ্ঠে, 'এখন সময় হলো পরিবারের সঙ্গে সময় কাটানোর। আমি সবাইকে বড়দিনের এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর অবশ্যই আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।'

১৯ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারে দ্রুতগতিতে ছুটছে পিএসজি। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা নিসের পয়েন্ট ৩৩। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে রয়েছে অলিম্পিক মার্সেই। গতবারের চ্যাম্পিয়ন লিল ১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে।

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

"No meeting has happened of the National Command Authority, nor is any such meeting scheduled," he told ARY TV.

11m ago