'নতুন রোনালদো'র সময় লাগল মাত্র ৩২ সেকেন্ড

চ্যাম্পিয়ন্স লিগের রাজা কে? কোনো সন্দেহ ছাড়াই বলে দেওয়া যায় ক্রিস্তিয়ানোর রোনালদোর নাম। এ আসরে তিনি নানা কীর্তি করবেন এ আর এমন কি? তবে তার উত্তরসূরি কাজটা করা এতোটা সহজ নয়। অন্তত পরিসংখ্যান তাই বলে। সেখানে তার জায়গা পূরণে এক তরুণ গড়লেন নতুন নজির। অভিষেকে দ্রুততম গোলের ইতিহাস গড়লেন জুভেন্টাসের সার্বিয়ান ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিচ।
মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাত্র ৩২ সেকেন্ডে গোল দিয়েছেন ভ্লাহোভিচ। যা চ্যাম্পিয়ন্স লিগের আসরে অভিষিক্ত কোনো খেলোয়াড়ের জন্য দ্রুততম গোলের রেকর্ড। এর আগের রেকর্ডটি সাবেক জার্মান মিডফিল্ডার আন্দ্রেয়াস মোলারের। ১৯৯৫ সালে জুভেন্টাসের বিপক্ষে ৩৮ সেকেন্ডে গোল দিয়েছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের এ সাবেক ফরোয়ার্ড।
একই সঙ্গে জুভেন্টাসের হয়ে দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পেলেন চ্যাম্পিয়ন্স লিগে গোল। ওল্ড লেডিদের হয়ে ২০ বছর ৩০৮ দিন বয়সে এ আসরে গোল করেছেন আলেসান্দ্রো দেল পিয়েরো। গোলের দিনে ভ্লাহোভিচের বয়স ২২ বছর ২৫ দিন। তার এ গোলে ১৯৯৭ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথম মিনিটে গোল পেল জুভেন্টাস। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সে গোলটি করেছিলেন দেল পিয়েরো।
তব সব ছাপিয়ে আলোচনা ওই রোনালদোর শূন্যতা পূরণ নিয়েই। কারণ ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা রিয়াল মাদ্রিদ, যে ক্লাবই ছেড়েছেন রোনালদো, তার জায়গা পূরণ করতে পারেননি কেউই। তার ৭ নম্বর জার্সি পরে নামীদামী খেলোয়াড়রা ছিল সম্পূর্ণ ফ্লপ। অনেকেই রোনালদোর ৭ নম্বর জার্সির অভিশাপ বলে থাকেন একে।
রোনালদোর জায়গা পূরণ করতে অনেক আশা করেই এবার শীতকালীন দল বদল ফিওরেন্টিনা থেকে সার্বিয়ান ফরোয়ার্ড ভ্লাহভিচকে আনে জুভেন্টাস। ভ্লাহোভিচ দেখালেন তিনি ভিন্ন ধাতুতে গড়া। এরমধ্যেই নিজেকে ক্লাবের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছেন। রোনালদোর জায়গা পূরণ করেছেন আরও দারুণভাবে।
অনন্য নজির গড়েও খুশি নন এ তরুণ, 'জুভেন্টাসে আমার স্বপ্ন যেন সত্য হলো। কিন্তু আমি খুশি নই কারণ আমরা জিততে পারিনি। আমরা সত্যিই জয়টা চেয়েছিলাম। এটা হয়নি, তবে আমরা সামনে এগিয়ে যাব। এ ম্যাচ ভুলে যেতে চাই। আমি সামনের দিকে তাকিয়ে আছি।'
অবশ্য ভ্লাহোভিচের এমন কীর্তিতেও জয় পায়নি জুভেন্টাস। ভিয়ারিয়ালের মাঠে মঙ্গলবার রাতে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি। ম্যাচের ৩২ সেকেন্ডে ভ্লাহোভিচ গোল করে এগিয়ে দিলেও আদ্রিয়ান রাবিউতের ভুলে ৬৬তম মিনিটে দানিয়েল পেরেহোর গোলে সমতায় ফেরে স্প্যানিশ ক্লাবটি।
Comments