নিজে পেনাল্টি পেয়েও রামোসকে নিতে দিলেন মেসি

স্বপ্ন কিংবা কল্পনার চেয়েও বাস্তব কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি অদ্ভুত ও বিস্ময়কর! লিওনেল মেসি আর সার্জিও রামোসের কথাই ধরা যাক। কে ভেবেছিল তারা এক সময় একই ক্লাবের জার্সি গায়ে চড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন! কে ধারণা করতে পেরেছিল আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি নিজে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পেয়েও স্পট-কিক নিতে দেবেন স্প্যানিশ ডিফেন্ডার রামোসকে! লম্বা সময় ধরে মাঠে দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল একেবারে সাপে-নেউলে!

বার্সেলোনার মধ্যমণি ছিলেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি। ২০১০ বিশ্বকাপজয়ী রামোস ছিলেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক। স্প্যানিশ লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের হয়ে খেলার কারণে তারা ছিলেন একে অপরের 'শত্রু'। এল ক্লাসিকোতে বহুবার দুজনের মধ্যে বেঁধেছে দ্বন্দ্ব। তাতে রামোসের ভূমিকা ছিল মুখ্য। একজন ডিফেন্ডার হিসেবে মেসিকে থামাতে তার কড়া ট্যাকল আর বাজে ফাউলের নজির কম নয়। মাঠের লড়াইয়ে মেসিও অনেক সময় নিজের আচরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন রামোসের প্রতি তার অসন্তোষ ও ক্ষোভ। অথচ তারা এখন পিএসজিতে আছেন সতীর্থ হিসেবে!

গত ২০২১-২২ মৌসুমের শুরুতে মেসির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় বার্সেলোনার। রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ভেস্তে যায় রামোসেরও। এরপর দুজনেরই ঠিকানা হয় ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারী পিএসজি। নতুন ক্লাবে যোগ দিয়ে পুরনো ব্যক্তিগত হিসাব-নিকাশ ভুলে গেছেন দুই অভিজ্ঞ তারকা ফুটবলার। তাদের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেটারই দেখা মিলেছে শুক্রবার রাতে এক প্রীতি ম্যাচে। তাতে আরও একবার সেই আপ্ত বাক্য প্রমাণিত হয়েছে, খেলোয়াড়ের ঊর্ধ্বে অবস্থান করে ক্লাব।

নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ের অধীনে প্রথমবারের মতো খেলতে নেমেছিল পিএসজি। প্রতিপক্ষ ছিল লিগ টু অর্থাৎ ফ্রান্সের পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাব কেভি-রুয়োঁ। শুরুর একাদশে মেসি ও রামোস দুজনকেই রাখেন গালতিয়ে। অন্যান্যদের আরও ছিলেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা, ডিফেন্ডার মার্কুইনোস, মিডফিল্ডার ভিতিনহা ও স্ট্রাইকার মাউরো ইকার্দি।

ম্যাচের প্রথমার্ধে কেভি-রুয়োঁর ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন মেসি। রেফারি তৎক্ষণাৎ বাজান পেনাল্টির বাঁশি। কিন্তু মেসি নিজে স্পট-কিক নেওয়ার বদলে দায়িত্বের ভার তুলে দেন রামোসের কাঁধে। জাতীয় দল ও ক্লাবের হয়ে রামোসের পেনাল্টিতে সাফল্যের খতিয়ান নজরকাড়া। এবারও সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। মেসির দেওয়া উপহার সাদরে গ্রহণ করে বল জালে পাঠিয়ে পিএসজিকে এগিয়ে দেন রামোস। বিরতির পর ম্যাচের দ্বিতীয়ার্ধে জেইদি গাসসামা লক্ষ্যভেদ করলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

Comments

The Daily Star  | English

RMG export to USA grows 14% in FY25

Bangladesh shipped $7.54 billion worth of apparel to the US in the last fiscal year

27m ago