নেইমারকে 'নিষ্কর্মা' বলার কথা স্বীকার করলেন এমবাপে

সপ্তাহ দেড়েক আগে মপেঁলিয়ের বিপক্ষে জুলিয়ান ড্র্যাক্সলার যখন গোল দিলেন তখন ডাগআউটে বেজায় ক্ষেপে গিয়ে ছিলেন কিলিয়ান এমবাপে। সতীর্থ নেইমারকে রীতিমতো ধুয়ে দেন। টিভি ক্যামেরার ধারণকৃত সে দৃশ্য রীতিমতো ভাইরাল। তবে বিষয়টি অস্বীকার করেননি এমবাপে। নেইমারকে 'নিষ্কর্মা' বলার বিষয়টা স্বীকার করলেও তা স্বাভাবিক বলেই জানিয়েছেন বিশ্বকাপ জয়ী এ ফরাসি তরুণ।

সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম লা'কিপকে দেওয়া এক সাক্ষাৎকারে অনেক প্রসঙ্গেই কথা বলেছেন এমবাপে। নেইমাররের উপর ক্রুদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে প্রশ্ন করা এ ব্রাজিলিয়ানের সঙ্গে তার বর্তমান সম্পর্ক নিয়ে। কিন্তু সবকিছুই স্বাভাবিক বলে জানান এমবাপে, 'হ্যাঁ, হ্যাঁ, আমি এটা বলেছি। আমি তাকে একটা নিষ্কর্মা বলেছিলাম। কিন্তু এখন ফুটবলে এ রকম সবসময় হয়। এটা হতেই পারে। এটা এমন কোনো ব্যাপার নয়।'

সেদিন সেই সব উত্তপ্ত বাক্য বলার কারণটাও ব্যাখ্যা দিয়েছেন এ ফরাসি তরুণ, 'এই কারণে, ঠিক পরে, এটা স্বাভাবিক করার জন্য, আমি এ নিয়ে তার সঙ্গে কথা বলেছি। এর আগেও আমাদের মধ্যে এরকম কয়েকবার বিনিময় হয়েছিল এবং এটি চলবে। কারণ আমরা জিততে চাই, কিন্তু এ নিয়ে নির্দিষ্ট বিরক্তি থাকা উচিত নয়।'

নেইমারের সঙ্গে সম্পর্কটা এখনও দারুণ বলেই উল্লেখ করলেন এমবাপে, 'আমাদের মধ্যেই মোটেও কিছু নেই। কারণ আমি এই খেলোয়াড় এবং মানুষটাকে শ্রদ্ধা করি এবং সে যা তার জন্য আমি প্রশংসা করি। কিন্তু এটাই, আমি একটি পাস নিয়ে খুশি ছিলাম না। একদিন এটা আমার সঙ্গেও ঘটেছিল। আমি তা পাস করিনি এবং সেও তখন খুশি ছিল না। কিন্তু কোন সমস্যা নেই।'

সেদিন ম্যাচের ৮৯তম মিনিটে ড্রাক্সলারকে দারুণ এক পাস দিয়েছিলেন নেইমার। আর জার্মান তারকা তার নিখুঁত ফিনিশিং করেন। অথচ তার মিনিট খানেক আগেই এমবাপের জায়গায় বদলি হিসেবে মাঠে খেলতে নামেন তিনি। গোলের পরই ডাগআউটে পাশে বসা সতীর্থ ইদ্রিসা গুইয়ের কাছে ক্রোধ প্রকাশ করেন এমবাপে, 'এই নিষ্কর্মা আমাকে একবারও এমন একটি পাস দেয়নি।'

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago