নেইমারকে নিয়েই রিয়ালের মুখোমুখি পিএসজি

গত নভেম্বরের শেষ দিক থেকে গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে নেইমার। গুঞ্জন ছিল, রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না পিএসজি। তবে শঙ্কা উড়িয়ে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জায়গা করে নিয়েছেন ফরাসি ক্লাবটির স্কোয়াডে।
মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় আসরের শেষ ষোলোতে মুখোমুখি হবে দুই জায়ান্ট ক্লাব। পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে লড়তে স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। ২৪ সদস্যের এই দলে রয়েছে গোড়ালির চোট থেকে ফেরা নেইমারের নাম। ফলে আড়াই মাসের বেশি সময় পর তার মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে। সেরে উঠে গত সপ্তাহে অনুশীলনে ফেরেন তিনি।
গত ২৮ নভেম্বরে লিগ ওয়ানে সাঁত এতিয়েনের বিপক্ষে পিএসজির ৩-১ গোলে জয়ের ম্যাচে গোড়ালিতে চোট পান নেইমার। এরপর প্যারিসিয়ানদের সবশেষ ১৩টি ম্যাচে খেলতে পারেননি তিনি।
নেইমার ফিরলেও পুরনো ঠিকানার বিপক্ষে নামা হচ্ছে না সার্জিও রামোসের। পায়ের মাংসপেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি রিয়ালের সাবেক এই তারকা ডিফেন্ডার। তিনি নিজে নিজে অনুশীলন চালিয়ে যাবেন বলে জানিয়েছে পিএসজি।
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ও রিয়ালের দেখা হয়েছে এখন পর্যন্ত ছয়বার। সাফল্যের পাল্লা ভারী স্প্যানিশ ক্লাবটির দিকে। তাদের তিন জয়ের বিপরীতে পিএসজি জিতেছে একটি। বাকিটি হয়েছে ড্র।
Comments