নেইমারের উপর খেপেছেন এমবাপে

এইতো কদিন আগেও কিলিয়ান এমবাপের দিকে তেড়ে যাওয়ায় মেতজ গোলরক্ষক আলেকসান্দ্রে ওদিকজার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন নেইমার। দুই জনের মধ্যকার সম্পর্ক চার বছর ধরেই। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যে নেইমারের উপর বেজায় ক্ষেপে আছেন এমবাপে।

২০১৭ সালে একই ট্রান্সফার উইন্ডোতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার ও এমবাপে। তখন থেকেই দুই জনের মধ্যে রসায়নটা জমে ওঠে। দলের অনেক জয়ের নায়কও এ দুই তারকা। কিন্তু মপেঁলিয়ের বিপক্ষে ম্যাচে ভুল বোঝাবোঝি সৃষ্টি হয় তাদের মধ্যে!

তবে বিষয়টি যে শুধু ভুল বোঝাবোঝির মধ্যে নেই তা দেখা ম্যাচের শেষ দিকে। নেইমারের উপর উপর রীতিমতো খেপেছেন এ তরুণ। জুলিয়ান ড্রাক্সলারের গোলে নেইমারের অবদান দেখেই রাগ উগলে দেন তিনি।

৮৯তম মিনিটে ড্রাক্সলারকে দারুণ এক দিয়েছিলেন নেইমার। আর জার্মান তারকা তার নিখুঁত ফিনিশিং করেন। অথচ তার মিনিট খানেক আগেই এমবাপের জায়গায় বদলি হিসেবে মাঠে খেলতে নামেন তিনি।

গোলের পরই পাশে বসা সতীর্থ ইদ্রিসা গুইয়ের কাছে ক্রোধ প্রকাশ করেন এমবাপে, 'আমাকে একবারও এমন একটি পাস দেয়নি সে (নেইমার)।' আর সে দৃশ্য ম্যাচের সম্প্রচারকারী সংস্থা চ্যানেল প্লাসের ধরা সে ভিডিও ফুটেজ এখন ভাইরাল।

ম্যাচে অবশ্য এমন তিনটি সুযোগ পেয়েছিলেন এমবাপে। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। এমন সুযোগ পেতে পারতেন আরও বেশি। বেশ কয়েকবার ফাঁকায় থাকা অবস্থায় তাকে পাস দেননি নেইমার। হয়তো তাতেই খেপেছেন এমবাপে।

Comments

The Daily Star  | English

Eliminate gender disparities in laws

The Women’s Affairs Reforms Commission has proposed a series of comprehensive reforms to eliminate all forms of discrimination against women embedded in the country’s laws, constitution, policies, and institutions.

8h ago