নেইমারের একার ওপর নির্ভরশীল নয় ব্রাজিল, বললেন তিতে

ছবি: রয়টার্স

ম্যাচ জেতার জন্য কেবল নেইমারের একার ওপর আর নির্ভরশীল নয় ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটির কোচ তিতে আক্রমণভাগের অন্যান্য ফুটবলারদের ওপরও আস্থাশীল। তার মতে, সবশেষ টোকিও অলিম্পিকে সোনার পদক জেতা তরুণদের আগামী কাতার বিশ্বকাপে নিজেদের মেলে ধরার সামর্থ্য রয়েছে।

গত সপ্তাহে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার মাটিতে স্বাগতিকদের ৫-১ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল। তাদের হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেছিলেন পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার। ফলে জাতীয় দলের জার্সিতে তার গোলসংখ্যা বেড়ে হয়েছে ৭৩। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৭ গোল করা পেলের রেকর্ড ছুঁয়ে ফেলার খুব কাছে পৌঁছে গেছেন তিনি।

আগামীকাল সোমবার টোকিওতে আরেকটি প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা। খেলাটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে। এশিয়ার দলটিকে মোকাবিলার আগে নেইমারের একক নৈপুণ্যের ওপর নির্ভরশীলতার দাবি প্রত্যাখ্যান করেছেন তিতে।

সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ বলছেন, তরুণ প্রজন্মের ফুটবলাররা দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য প্রস্তুত, 'আমি অনেক দিন ধরে জাতীয় দলের দায়িত্বে আছি। আর এই সময়ে আমি অনেক ভুল করেছি। পাশাপাশি আমি অনেক ভালো সিদ্ধান্তও নিয়েছি। আমাদের তরুণ প্রজন্মের এক ঝাঁক খেলোয়াড় উঠে আসছে এবং আমি একটা কাজ করার চেষ্টা করেছি যে অনেক খেলোয়াড়কে পরখ করে দেখেছি। এখন আমরা আর একজন আক্রমণাত্মক খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নই।'

করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকে গত বছর সোনার পদক জেতে ব্রাজিল। অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে স্পেনকে তারা হারায় ২-১ গোলে। ওই দলের রিচার্লিসন ও ব্রুনো গিমারেস ইতোমধ্যে তিতের নজর কেড়ে সেলেসাওদের মূল স্কোয়াডে নিয়মিত হয়ে উঠেছেন।

নতুনদের আগমনকে 'মধুর সমস্যা' হিসেবে উল্লেখ করে ব্রাজিলের সহকারী কোচ সেজার সাম্পাইয়ো বলেছেন, 'এমন সব খেলোয়াড় যাদের অনেক অভিজ্ঞতা রয়েছে এবং এমন খেলোয়াড়রা যারা অলিম্পিকে সোনার পদক জিতেছে, তারা এখন জাপানে একত্রিত হয়েছে। আমাদের দারুণ সব খেলোয়াড় আছে যারা অনেক দ্রুতগতিসম্পন্ন ও যাদের ব্যাপক সৃজনশীলতা রয়েছে। বিশেষ করে, আক্রমণভাগে।'

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

10m ago