নেইমারের নৈপুণ্যে ব্রাজিলের টানা আট জয়

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জিতেই চলেছে ল্যাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল ব্রাজিল। যদিও নিষেধাজ্ঞার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম সারির ৮ খেলোয়াড়কে পায়নি তারা। তবে তার অভাব কোনোভাবেই টের পেতে দেননি নেইমার। গোল করে এবং করিয়ে দলকে টানা অষ্টম জয় এনে দিয়েছেন এ পিএসজি তারকা।

শুক্রবার ঘরের মাঠে ল্যাতিন আমেরিকা অঞ্চলের ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পেরুকে ২-০ গোলের ব্যবধানে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে গোল দুটি করেছেন এভারটন রিবেইরো ও নেইমার।

এ জয়ে ৮ ম্যাচের সবগুলোতে জয় তুলে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে ব্রাজিল। এক ম্যাচে বেশি খেলা পেরুর সংগ্রহ ৮ পয়েন্ট। রয়েছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে।

ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য নিয়ে খেলতে থাকে ব্রাজিল। এক সময় ৭৮ শতাংশ বলের দখল ছিল তাদের পায়ে। তবে দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর লক্ষ্যে ঘুরে দাঁড়ায় পেরু। শেষ পর্যন্ত ৪২ শতাংশ ছিল তাদের পায়ে। এমনকি ব্রাজিলের দুটি শটও বেশি করে তারা। যদিও বড় কোনো সুযোগই তৈরি করতে পারেনি দলটি।

ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। অসাধারণ দক্ষতায় বাঁ প্রান্ত থেকে নেওয়া গারসনের শট ঠেকান পেরুর গোলরক্ষক। তবে চার মিনিট পরই এগিয়ে যায় দলটি। নেইমারের কাটব্যাক থেকে বুদ্ধিদীপ্ত শটে বল জালে পাঠান এভারটন রিবেইরো।

৩৩তম মিনিটে নেইমারের বাড়ানো বল ধরে ডান প্রান্তে লুকাস পাকেইতাকে দারুণ এক পাস দিয়েছিলেন এভারটন। তবে তার শট কর্নারের বিনিময়ে ব্লক করেন পেরুর এক ডিফেন্ডার। সুযোগ ছিল কর্নার থেকেও। দারুণ এক হেড দিয়েছিলেন পাকেইতা। তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। 

সাত মিনিট পর ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ ছিল ব্রাজিলের। দানিলোর পাস গ্যাব্রিয়েল বারবোসার কাটব্যাক এক ডিফেন্ডার ঠেকালে আলগা বল পেয়ে যান এভারটন। তার জোরালো শট ঠেকিয়ে দেন পেরু গোলরক্ষক পেদ্রো গেলেস।

৫৯তম মিনিটে ব্যবধান কমাতে পারতো পেরু। ফ্রি কিক থেকে ফাঁকায় হেড নেওয়ার সুযোগ পেয়েছিলেন এদিসন ফ্লোরেস। কিন্তু তার হেড গোলরক্ষক বরাবর যাওয়ায় সহজেই তা ধরে ফেলেন ওয়েভারটন। 

৭২তম মিনিটে জিয়ানলুকা দূরপাল্লার এক অসাধারণ শট নিয়েছিলেন। তবে লাফিয়ে উঠে কর্নারের বিনিময়ে ঠেকান ব্রাজিলিয়ান গোলরক্ষক ওয়েভারটন। ৮৫তম মিনিটে ব্যবধান বাড়াতে পারতো ব্রাজিল। সতীর্থের থ্রু পাসে একেবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন বদলি খেলোয়াড় হাল্ক। তবে দুরূহ কোণ থেকে লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago