নেশন্স লিগে রোনালদোদের দাপট চলছেই

ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পর্তুগাল। এরপর তারা পেল টানা দ্বিতীয় জয়। সুইজারল্যান্ডের পর চেক প্রজাতন্ত্রকেও অনায়াসে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
বৃহস্পতিবার লিসবনে নেশন্স লিগের 'এ' লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জেতে পর্তুগাল। দলের হয়ে গোল করেন জোয়াও কানসেলো ও গানসালো গেদেস। এই জয়ে গ্রুপে শীর্ষে স্থানে অবস্থান মজবুত করেছে তারা।
ম্যাচ পরিষ্কার ব্যবধানে জিতলেও খেলাই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-প্রতি আক্রমণে শুরুর আধাঘন্টা কেউই প্রাধান্য রাখতে পারেনি। খেলা চলে সমান তালে।
তবে ২৪ মিনিটে গোল পেতে পারতেন রোনালদো। পর্তুগাল অধিনায়ক বক্সে বল নিয়ে ঢুকে গেলেও শট রাখতে পারেননি লক্ষ্যে।
৩৩ মিনিটে এগিয়ে যায় পর্তুগিজরা। ম্যানচেস্টার ইউনাইটেডের দুই তারকা কানসেলো ও বের্নাডো সিলভা নিজেদের মধ্যে বল আদান প্রধান করে আক্রমণ বানান। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে উল্লাসে মাতেন কানসেলো।
৫ মিনিট পরই আরেক গোল পেয়ে যায় পর্তুগাল। সিলভার পাস থেকে এবার গোল করেন গেদেস। বিরতির পর খেলায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় চেকরা। কিন্তু রক্ষণ শক্ত রেখে বাকিটা সামাল দেত ফার্নান্দো সান্তোসের দল।
৬১ মিনিটে অবশ্য আরেক গোল পেতে পারত পর্তুগাল। লিভারপুল তারকা ডিয়াগো জোটার শট দারুণ মুন্সিয়ানায় বাঁচিয়ে দেন চেক গোলরক্ষক।
এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল পর্তুগাল। গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দুইয়ে উঠে এসেছে স্পেন।
Comments