পরিকল্পনা করেই আনাইর এমন দুর্দান্ত গোল

আপাত দৃষ্টিতে গোলটা এলো হাফচান্স থেকে। ফুটবলের পরিভাষাতেও তাই বলা হবে। কিন্তু আনাই মোগনি কাজটা করেছেন পরিকল্পনা করেই। দূর থেকে শট নিয়ে গোলরক্ষককে বিভ্রান্ত করে দেওয়াই ছিল তার লক্ষ্য। আর সে লক্ষ্যে সফল এ তরুণী।
বুধবার সন্ধ্যায় কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচের জয়সূচক গোলটি আসে আনাইর পা থেকে।
প্রায় ৪০ গজ দূর থেকে শটটা নিয়েছিলেন আনাই। গোলরক্ষকের ঠিক মাথার উপর দিয়ে। এর আগেও ভারতীয় গোলরক্ষককে বেশ কয়েকবার একই ভাবে পরীক্ষা করেছিলেন তিনি। একবার তো বারপোস্টে লেগেও ফিরে আসে। কিন্তু তখন সফল না হলেও শেষ পর্যন্ত সাফল্যের গল্পই লিখেছেন আনাই।
মূলত এদিন ভারতীয় গোলরক্ষক উঁচুতে থাকা বলগুলো ধরতে বারবারই তালগোল পাকিয়ে ফেলছিলেন। কয়েকবারই হাত ফসকে গিয়েছিল তার। সেটাই হয়তো লক্ষ্য করেছিলেন আনাই। ভারতীয়দের জমাট রক্ষণ দেওয়াল যখন ভাঙা যাচ্ছিল না, তখন চেষ্টা করেন দূর থেকেই। শেষ পর্যন্ত সফলও হন।
নিজের গোলে দলের এমন জয়ের পর স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত আনাই। ম্যাচ শেষে উচ্ছ্বাসের ভাষাটাও যেন হারিয়ে ফেললেন। নিজের গোল নিয়ে বললেন, 'আমার টার্গেটটা হচ্ছে... আমি ক্রস করেছিই বলটা বারে রাখার জন্য।'
'আমার অনেক খুশি লাগছে, অনেকদিন ধরে ক্যাম্পে থাকি, আমি গোল দিতে পেরেছি এটা আমার সৌভাগ্য। স্যারদেরকে ধন্যবাদ স্যারদের জন্য আমরা এতো কিছু করতে পেরেছি।' - নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আরও বলেন এ ডিফেন্ডার।
দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক মারিয়া মান্ডাও। জয় উৎসর্গ করেছেন দর্শকদের, 'আমরা সবসময়ই ভালো খেলা উপহার দিতে চেয়েছি। আমাদের দেশের মাটিতে এই খেলাটা এবং আমরা আজকের খেলাটা আমাদের দর্শকদের উপহার দিলাম।'
পাশাপাশি মাঠে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি অধিনায়ক, 'দর্শকদের ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে। আমরা যখন বলেছিলাম আমরা ভালো খেলা উপহার দিবো, তারা আমাদেরকে অনেক উৎসাহিত করেছে এবং ফাইনালে অনেক দর্শক এসেছে, আমরা অনেক আনন্দিত।'
আর কঠোর অনুশীলনের ফসল হিসেবেই এ জয় এসেছে বলে জানান কোচ গোলাম রাব্বানি ছোটন, 'শুরুর আগেই আপনাদের বলেছিলাম আমরা ফেবারিট হিসেবেই মাঠে নামছি। কারণ আমরা কঠোর অনুশীলন করেছিলাম, তাই আমাদের আত্মবিশ্বাস ছিলো। গ্রুপ স্টেজে মেয়েরা প্রমাণ করেছে তারাই টুর্নামেন্টের সেরা দল। সেটা আজকে আবারো প্রমাণ করেছে তারা আসলেই এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম, তার যোগ্যতা রাখে।'
Comments