পাঁচ বছর পর ফের র‍্যাঙ্কিংয়ের সেরা তিনে আর্জেন্টিনা

সবশেষ আন্তর্জাতিক সূচি দারুণভাবে কাজে লাগায় আর্জেন্টিনা। লা ফিনালিসিমায় ইতালিকে উড়িয়ে দেওয়ার পর প্রীতি ম্যাচে তারা বিধ্বস্ত করে এস্তোনিয়াকে। শতভাগ সাফল্যের সুবাদে ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের। এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বৃহস্পতিবার সদস্য দেশগুলোর সবশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আরও ৪.৮৭ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান মজবুত করেছে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ১৮৩৭.৫৬। দ্বিতীয় স্থান ধরে রাখলেও পয়েন্ট কমেছে বেলজিয়ামের। তাদের নামের পাশে রয়েছে ১৮২১.৯২ পয়েন্ট।

তিন মাস আগে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বেলজিয়ামকে পেছনে ফেলে শীর্ষে ওঠে তিতের দল। নিজেদের শেষ দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া ও জাপানকে হারায় তারা। আর বেলজিয়াম উয়েফা নেশন্স লিগে চার ম্যাচ খেলে দুটিতে জেতার পাশাপাশি হারে একটিতে। বাকিটি শেষ হয় সমতায়।

পাঁচ বছর পর প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ২০১৭ সালের পর এটাই তাদের সেরা অবস্থান। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অর্জন করেছে ১৭৭০.৬৫ পয়েন্ট। ১৭৬৪.৮৫ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। পঞ্চম স্থান ধরে রাখা ইংল্যান্ডের পয়েন্ট ১৭৩৭.৪৬।

নেশন্স লিগের গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স এবার গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। চার ম্যাচে খেলে একটিতেও জিততে না পারার ফল হিসেবে র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে তাদের। দুই হারের পাশাপাশি দুই ড্র জুটেছে তাদের ভাগ্যে। ফলে তাদেরকে টপকে গেছে আলবিসেলেস্তেরা।

র‍্যাঙ্কিংয়ের সেরা দশের বাকি স্থানগুলোতে আছে যথাক্রমে স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক। স্পেন এক ধাপ, নেদারল্যান্ডস দুই ধাপ ও ডেনমার্ক এক ধাপ এগিয়েছে। অন্যদিকে, ইতালি ও পর্তুগাল এক ধাপ করে পিছিয়েছে। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও উরুগুয়ে যথাক্রমে ১১ ও ১৩ নম্বরে অবস্থান করছে।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago