পারাদেসকে খুন করতে চেয়েছিলেন মেসি!

লিওনেল মেসিকে শান্ত স্বভাবের বলেই জানেন সমর্থকরা। তবে কখনোই যে ধৈর্যের বাঁধ ভাঙে না তার, এমনটিও নয়। তেমনই একটি ঘটনা মনে করিয়ে দিলেন তার সতীর্থ লিয়েন্দ্র পারাদেস। মেসি এতোটাই খেপেছিলেন যে তাকে খুন করে ফেলতে চেয়েছিলেন বলে জানান এ আর্জেন্টাইন।

ঘটনাটা ২০২১ সালের। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে ন্যু ক্যাম্পে খেলছিল বার্সেলোনা। এর আগে পার্ক দি প্রিন্সেস থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরে আসে দলটি। ঘরের মাঠে মেসির পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পরও ৪-১ গোলে হেরে বিদায় নেয় কাতালানরা। সে ম্যাচেই মেসিকে কটূক্তি করেছিলেন পারাদেস। যা শুনতে পান আর্জেন্টাইন অধিনায়ক। জাতীয় দলের সতীর্থের এমন আচরণটা স্বাভাবিকভাবে নিতে পারেননি মেসি।

সম্প্রতি আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম কাজা নেগ্রাকে দেওয়া এক সাক্ষাৎকারে পারাদেস বলেন, 'সে রেগে যান, কেননা আমি সতীর্থের একটি কথা বলি এবং সে এটা শুনে ফেলে, এরপরেই সে রেগে যায়।'

'সে আসলেই অনেক রেগে যায়। সে আমাকে বোকা দিয়েছিল। ওই মুহূর্তটি ছিল খুবই খারাপ। সে এতটাই রেগেছিলেন যে, পারলে আমাকে মেরে ফেলত। আর আমি তখন বাড়ি চলে যেতে চেয়েছিলাম,' যোগ করে বলেন পারাদেস।

মেসি যখন প্রচণ্ড ক্ষেপে যান তখন ঘটনা আরও বড় না করতে শান্ত হয়ে যান পারাদেস। তবে বিষয়টি মাঠেই ফেলে আসেন মেসি। এরপর যখন জাতীয় দলের ক্যাম্পে দুইজনের দেখা হয় তখন মেসি এমন ভাব করেন যেন কিছুই হয়নি।

পারাদেসের ভাষায়, 'পরবর্তীতে যখন আমি তাকে জাতীয় দলে দেখি এবং সে আমার সঙ্গে এমন ব্যবহার করলেন, যেন পূর্বে কিছুই ঘটেনি। একজন সাধারণ মানুষের মতোই আচরণ করলেন। আমাদের সম্পর্কটা এভাবেই চলতে থাকলো।'

তবে পরবর্তীতে বিষয়টি মেসির সঙ্গে তুলেছেন পারেদেস। তাতে কেবল হেসেছেন এ দুই তারকা, 'আমাদের মধ্যে এখন যখনই সেই ব্যাপারটি আলোচনায় আসে আমরা হেসে উঠি। কেননা সে সত্যিই রেগেছিল, আমাকে খুনও করতে চেয়েছিল।'

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

49m ago