পিএসজির প্রতি রোনালদোর সতর্কবার্তা

নেইমার, কিলিয়ান এমবাপেসহ অনেক তারকা আগে থেকেই ছিলেন। চলতি মৌসুমে যোগ দিয়েছেন লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি দোন্নারুমারা। সেকারণে এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার শ্রেষ্ঠ দাবিদার ভাবা হচ্ছে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। তবে দলে সেরা খেলোয়াড়রা থাকলেই ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে চ্যাম্পিয়ন হওয়া যাবে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এমনটা মনে করেন না ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো।
চরম নাটকীয়তার পর গত মাসে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। ফরাসি ক্লাবটির হয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, 'চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ নয়। আপনি সেরা দলে থেকেও নাও জিততে পারেন। সামান্য ভুলই আপনাকে বিদায় করে দিবে। চ্যাম্পিয়ন্স লিগ কঠিন, এটা পিএসজিও জানে। আপনার দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী হতে হবে, যেটা আমি মনে করি।' একই সুর প্রতিধ্বনিত হয়েছে ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচে ৬২ গোল করা রোনালদোর কণ্ঠে।
মঙ্গলবার ক্রীড়া বিষয়ক ভিডিও স্ট্রিমিং সার্ভিস ডিএজেডএনকে দ্য ফেনোমেনন খ্যাত তারকা বলেছেন, 'চ্যাম্পিয়ন্স লিগ কে জিতবে তা এত তাড়াতাড়ি বলার কোনো উপায় নেই। কোয়ার্টার ফাইনালে গিয়ে চিত্রটা স্পষ্ট হতে শুরু করে। প্যারিস সেইন্ট জার্মেই শক্তিশালী অবস্থানে রয়েছে। কিন্তু কথা বলা এক জিনিস, মাঠে খেলা আরেক জিনিস।'
২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রায় পাঁচ মৌসুম স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে কাটান রোনালদো। সেসময়ে দলটিতে আরও ছিলেন জিনেদিন জিদান, লুইস ফিগো, রবার্তো কার্লোস, ইকার ক্যাসিয়াস, রাউল গঞ্জালেজ, ডেভিড বেকহ্যামের মতো কিংবদন্তি ফুটবলার। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরা ছিল তাদের। শুধু তাই নয়, বর্ণাঢ্য ক্যারিয়ার সত্ত্বেও কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জেতেননি রোনালদো। সেই প্রসঙ্গও টেনেছেন তিনি, 'মাঠে খেলার ফলকে প্রভাবিত করে নানা ফ্যাক্টর। আমি রিয়াল মাদ্রিদের হয়ে গ্যালাক্টিকোস দলে প্রায় পাঁচ মৌসুম খেলেছিলাম। কিন্তু আমি কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জিতিনি।'
স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল ভায়াদোলিদের বর্তমান মালিক ও সভাপতি রোনালদো যোগ করেছেন, 'জয় আপনাআপনি চলে আসে না। আপনার দলে যতই সেরা খেলোয়াড়রা থাকুক না কেন। সেটা পিএসজির ক্ষেত্রেও প্রযোজ্য।'
পিএসজির তরুণ স্ট্রাইকার এমবাপের সঙ্গে নিজের মিল দেখতে পান কিনা জিজ্ঞেস করা হলে ব্রাজিলের জার্সিতে দুবার বিশ্বকাপ জেতা সাবেক তারকা জবাব দিয়েছেন, 'হ্যাঁ। আমার খেলার বৈশিষ্ট্যের সঙ্গে তার সাদৃশ্য রয়েছে। দুর্দান্ত টেকনিকের পাশাপাশি তার অসাধারণ দক্ষতা রয়েছে যেগুলো সে দ্রুতগতিতে সম্পন্ন করতে পারে। সে ডিফেন্ডারদের পেছনে ফেলে এগিয়ে যায়, গোলরক্ষকদেরও। যদিও সে খুবই তরুণ, সে ইতোমধ্যে অনেক দূর এসেছে। আমি এমবাপেকে পছন্দ করি।'
Comments