'পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির খবর সত্য নয়'

পিএসজির সঙ্গে দুই বছরের স্বল্পমেয়াদী চুক্তি করছেন কিলিয়ান এমবাপে! ফরাসি সংবাদমাধ্যম লা পার্সিয়ানের বরাতে আগের দিন এমন গুঞ্জনই ছড়িয়ে পড়ে ফুটবল পাড়ায়। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এ তরুণের মা ফাইজা লেমারি।
চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে এমবাপের। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন ফুটবল পাড়ায় চড়া। তবে হুট করেই পিএসজিতে চুক্তি নবায়নের নতুন গুঞ্জন চাউর হয়। তবে এ গুঞ্জনের খবর সম্পূর্ণ অসত্য বলে দাবি করেন এমবাপের মা।
গুঞ্জন চাউর হওয়ার পর এমবাপের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালায় মাদ্রিদ ভিত্তিক সংবাদমাধ্যম মার্কা। তখনই এমবাপের মা বলেন, 'কিলিয়ান (এমবাপে) চুক্তি নবায়ন করছে, এটা সম্পূর্ণ মিথ্যা।'
এমবাপে অবশ্য রিয়ালে যোগ দিয়েই আগ্রহী। এখন পর্যন্ত বহুবার রিয়ালে পাড়ি জমানোর ইচ্ছার কথা জানিয়েছেন। লস ব্লাঙ্কোসরাও তাকে পেতে উঠেপড়ে লেগেছেন। গত দুই বছর ধরে পিএসজির একের পর এক চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এমবাপে। গুঞ্জন রয়েছে, লিওনেল মেসি ও নেইমারের চেয়ে বেশি বেতনের প্রস্তাব পেয়েও গ্রহণ করেননি তিনি।
তবে পিএসজিও এতো সহজে হাল ছাড়তে রাজী নয়। অনেক দিন থেকেই রিয়ালের নজরে থাকা এ খেলোয়াড়কে আগলে রেখেছেন। নতুন নতুন প্রস্তাব দিয়েই যাচ্ছেন তারা। শৈশবের স্বপ্নের ক্লাবে যাওয়া আটকাতে তার উপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন। রেকর্ড পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবও করেছে পিএসজি।
নতুন প্রস্তাবে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হওয়ার সুযোগ রয়েছে এমবাপের। মেসি, নেইমার, রোনালদোদের মতো তারকাদের ছাপিয়ে কর ছাড়াও বার্ষিক ৫০ মিলিয়ন ইউরো বেতন পেতে পারেন এ তরুণ।
Comments