পিএসজির হয়ে ভালো কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ: মেসি

বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টানার পর থেকেই গুঞ্জন ছিল পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। আগের দিন এলো অফিশিয়াল ঘোষণা। প্যারিসের ক্লাবের নতুন সদস্য এ আর্জেন্টাইন। আর নতুন ক্লাবে যোগ দিয়ে জানালেন তার ইচ্ছার কথা। পিএসজির হয়েও দারুণ কিছু করার অপেক্ষায় রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।

অনিচ্ছা সত্ত্বেও বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক টানতে হয় মেসিকে। গত শুক্রবার বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে গিয়েছিলেন তিনি। তখন পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। কিন্তু হুট করেই সব পাল্টে যায়। তাদের চুক্তি আটকে দেয় লা লিগা। তাদের বেঁধে দেওয়া আর্থিক ও কাঠামোগত নিয়মের বেড়াজালে পরে প্রাণ প্রিয় ক্লাব ছাড়তে হচ্ছে মেসিকে।

মঙ্গলবার রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে মেসিকে দলে নেওয়ার ঘোষণা দেয় পিএসজি। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে দুই বছরের জন্য। অর্থাৎ আগামী ২০২৩ সাল পর্যন্ত পার্ক দে প্রিন্সেসের দলটিতে থাকবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

সকল আনুষ্ঠানিকতা শেষে ক্লাবের ওয়েবসাইটে নিজের অনুভূতি জানান মেসি, 'পিএসজিতে ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় শুরু করার ব্যাপারে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের সবকিছুই আমার ফুটবলের উচ্চাকাঙ্ক্ষা সঙ্গে মেলে। ক্লাবটির স্কোয়াড ও কোচিং স্টাফ কতটা শক্তিশালী, আমি জানি। এই ক্লাব ও এর সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পাক দি ফ্রাঁসে মাঠে নামতে আমি মুখিয়ে রয়েছি।'

আর ফুটবলের এই মহা তারকাকে পেয়ে উচ্ছ্বসিত পিএসজিও। চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বলেছেন, 'লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি দারুণ উচ্ছ্বসিত। আমরা তাকে ও তার পরিবারকে প্যারিসে আমন্ত্রণ জানাতে পেরে গর্বিত। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করার এবং আরও ট্রফি জয়ের ইচ্ছার কথা সে বলেছে এবং আমাদের চাওয়াও ঠিক তাই। আশা করছি, এই দল আমাদের সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমর্থকদের জন্য ইতিহাস গড়বে।'

আজ বুধবার বিকেলে পিএসজির মিলনায়তনে নিজেদের খেলোয়াড় হিসেবে মেসিকে পরিচয় করিয়ে দেবে পিএসজি। সেখানে সংবাদ সম্মেলনে কথা বলবেন এ আর্জেন্টাইন তারকা।

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

1h ago