পিকে-শাকিরার ১২ বছরের সম্পর্কের অবসান

গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল, বিচ্ছেদ হতে যাচ্ছে জেরার্দ পিকে ও শাকিরার। কারণ, বিখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন পিকে। বার্সেলোনার বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার অন্য এক নারীর সঙ্গে জড়িয়েছেন সম্পর্কে। জল্পনা-কল্পনা সত্যি করে এবার তাদের আলাদা হয়ে যাওয়ার ঘোষণা এসেছে।
শনিবার স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, আনুষ্ঠানিক এক বিবৃতিতে পিকের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনেছেন শাকিরা। ২০১০ বিশ্বকাপের সময় পরিচয় হয়েছিল দুজনের। এরপর মন দেওয়া-নেওয়া করে এক ছাদের নিচে তারা কাটিয়েছেন প্রায় ১২ বছর। যদিও ভালোবাসার বন্ধনকে কখনও বিয়েতে রূপ দেননি তারা। নয় বছর বয়সী পুত্র ও সাত বছর বয়সী কন্যা সন্তান রয়েছে তাদের।
৩৫ বছর বয়সী পিকের সঙ্গে সম্পর্কের অবসানের ঘোষণায় ৪৫ বছর বয়সী শাকিরার এজেন্সির দেওয়ার বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমাদের সন্তানরা, যারা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের ভালোর জন্য আমরা তাদের ব্যক্তিগত বিষয়ে গোপনীয়তা রক্ষার আহ্বান জানাচ্ছি। বিষয়টি বুঝতে পারার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।'
শাকিরার সঙ্গে প্রতারণাসহ পিকের ব্যাপারে নানা ধরনের বিতর্কিত বিষয় সম্প্রতি উঠে এসেছে স্প্যানিশ গণমাধ্যমে। নতুন সম্পর্কের বিষয়ে শাকিরা জেনে যাওয়ায় বাসা ছাড়তে হয়েছে পিকেকে। বার্সেলোনার একটি বাসায় একা থাকছেন তিনি। তবে পিকের মধ্যে কোনো ভাবান্তর নেই। বার্সেলোনা সতীর্থ রিকি পুজসহ আরও বন্ধুবান্ধব নিয়ে গভীর রাত পর্যন্ত নাইট ক্লাবে পার্টি করে বেড়াচ্ছেন তিনি।
বিচ্ছেদের ঘোষণার পাশাপাশি আরেকটি গুঞ্জন খোলাসা করেছেন শাকিরা। সম্প্রতি তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যেতে দেখা গিয়েছিল। ফলে তার ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছিল খারাপ কিছু ঘটার শঙ্কা। তাদেরকে আশ্বস্ত করে শাকিরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। তার বাবা আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি।
Comments