পিছিয়ে পড়েও রিয়ালের বড় জয়

ম্যাচের শুরুতেই পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। সে ধাক্কা সামলে অসাধারণ ফুটবল উপহার দিয়ে বিরতির আগে তিন মিনিটে দুটি গোল করে উল্টো এগিয়ে যায় দলটি। এরপর বিরতির পর করে আরও দুটি গোল। তাতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল পেয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকা মদ্রিচ, করিম বেনজেমা ও মার্কো আসেনসিও। সোসিয়েদাদের হয়ে গোলটি করেন মিকেল ওয়ারজাবাল।
ঘরের মাঠে আধিপত্য বিস্তার করেই খেলে রিয়াল। যদিও প্রথমার্ধের শুরুতে সে অর্থে আক্রমণ সানাতে পারেনি দলটি। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে ৬৪ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখে খেলে তারা। শট নেয় মোট ১৮টি। জাত ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র একটি শট নিতে পারে সোসিয়েদাদ।
ম্যাচের নবম মিনিটে ওয়ারজাবালের সফল স্পটকিক থেকে এগিয়ে যায় সোসিয়েদাদ। ডি-বক্সে দাভিদ সিলভাকে দানি কারভাহাল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৪০তম মিনিটে অসাধারণ এক গোলে সমতা ফেরান কামাভিঙ্গা। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া বুলেট গতির শট জাল খুঁজে পেলে স্বস্তি পায় স্বাগতিকরা।
এর তিন মিনিট পর এগিয়ে যায় রিয়াল। আবারও সেই দূরপাল্লার শট। এবার ডি-বক্সের বাইরে থেকে জোরালো এক শটে লক্ষ্যভেদ করেন মদ্রিচ। অবশ্য এর আগের মিনিটেই বল জালে পাঠিয়েছিলেন বেনজেমা। তবে অফসাইডের কারণে গোল মিলেনি দলটির।
৬৯তম মিনিটে আবারও জালে বল পাঠান বেনজেমা। কিন্তু রদ্রিগো অফসাইডে থাকায় এবারও গোল পাননি তিনি। তবে এর সাত মিনিট পর ঠিকই গোল আদায় করে নেন এ ফরাসি। সফল স্পট কিক থেকে আসরে ২০তম গোলটি করেন তিনি। ভিনিসিয়ুস জুনিয়রকে ডি-বক্সে ঢোকার পথে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান দেন রেফারি।
৭৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় রিয়াল। দানি কারভাহালের কাটব্যাক থেকে ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় বল জালে পাঠান আসেনসিও।
এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল। ২৭ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৩। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার সংগ্রহ ৫৫ পয়েন্ট।
Comments