পেলেকে ছাড়িয়ে ল্যাতিন আমেরিকার সেরা মেসি

একটি গোল করলেই পেলেকে স্পর্শ করতে পারতেন। দুটি গোলে টপকে যাওয়ার সুযোগ। কিন্তু পূরণ করলেন নিজের হ্যাটট্রিক। তাতে অনন্য উচ্চতায় নিজেকে তুলে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পেলেকে ছাড়িয়ে ল্যাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা এখন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।

স্তাদিও মনুমেন্তালে শুক্রবার ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় আর্জেন্টিনা। দলের হয়ে তিনটি গোলই করেন মেসি।

ম্যাচের চতুর্দশ মিনিটে অসাধারণ এক ফিনিশিংয়ে পেলেকে স্পর্শ করেন মেসি। লিয়েন্দ্রো পারাদেসের কাছ থেকে বল পেয়ে এক খেলোয়াড়কে কাটিয়ে প্রায় ২০ গজ দূর থেকে নিখুঁত এক শটে লক্ষ্যভেদ করেন মেসি।

৬৪তম মিনিটে পেলেকে ছাড়িয়ে যান মেসি। এবার লাওতারো মার্তিনেজের সঙ্গে বল দেওয়া নেওয়া করে আলতো টোকায় লক্ষ্যভেদ করে পেলেকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটি নিজের করে নেন এ আর্জেন্টাইন। আর ৮৮তম মিনিটে আরও একটি গোল করে পূরণ করেন নিজের হ্যাটট্রিক।

আর্জেন্টিনার হয়ে এ নিয়ে মেসির গোল সংখ্যা হলো ৭৯টি। ৭৭ গোলে এতো দিন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতা ছিলেন পেলে। পেলে অবশ্য এ গোল করেছেন ৯২টি ম্যাচ খেলে। সেখানে মেসির খেলতে হয়েছে ১৫৩টি ম্যাচ।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago