প্যারাগুয়েকে বিধ্বস্ত করল ব্রাজিল

বিশ্বকাপ নিশ্চিত হয়েছে আগেই। তবে নিয়মরক্ষার ম্যাচেও প্রতিপক্ষকে কোন ছাড় নেই ব্রাজিলের। আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে হোঁচট খাওয়ার পর এবার ঘরের মাঠে প্যারাগুয়ের জালে রীতিমতো গোল উৎসব করেছে তিতের শিষ্যরা। তাতে কাতার বিশ্বকাপ খেলার স্বপ্ন গুঁড়িয়ে গেল প্যারাগুয়ের।
বুধবার বাংলাদেশ সময় সকালে বেলো হরিজন্তে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল জিতেছে ৪-০ গোলে। দলের হয়ে গোল করেন রাফিনহা, ফিলিপ কৌতিনহো, আন্তোনি ও রদ্রিগো।
প্রত্যাশিতভাবেই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই আসে এগিয়ে যাওয়ার সুযোগ। রাফিনহার শট জালে জড়ালে হ্যান্ডবলের কারণে তা বাতিল হয়ে যায়। ১৬ মিনিটে আবার সুযোগ পান তিনি। এবার ভিনিসিয়ুস জুনিয়রের থেকে পাওয়া বল লক্ষ্যে রাখতে পারেননি।
এই ফরোয়ার্ডই ২৮ মিনিটে এগিয়ে নেন দলকে। মাঝমাঠ থেকে মার্কুইনোসের বাড়ানো পাস থেকে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। বিরতির আগে গোল পেতে পারতেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন তিনি।
৬২ মিনিটে দ্বিতীয় গোল পান অনেকদিন ধরে আলোচনায় না থাকা কৌতিনহো। এবারও অ্যাসিস্ট আসে মার্কুইনোসের কাছ থেকে। তা থেকে সম্প্রতি বার্সা ছেড়ে ধারে অ্যাস্টন ভিলায় যাওয়া কৌতিনহো জোরালো শটে মাতেন উল্লাসে।
মনে হচ্ছিল দুই গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়বে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু খেলার অন্তিমে তারা আদায় করে নেয় আরও দুই গোল। ৮৬ মিনিট এভারতন রিবেইরোর পাস ধরে জাল খুঁজে পান বদলি নামা আন্তোনি। দুই মিনিট পর গোল পান আরেক বদলি রদ্রিগো।
এই জয়ের পর বাছাইপর্বে ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল ব্রাজিল। ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। ২৫ পয়েন্ট নিয়ে ইকুয়েডর তিনে, এক ম্যাচ বেশি খেলে ২২ পয়েন্ট নিয়ে চারে আছে উরুগুয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চার দল সরাসরি যাবে বিশ্বকাপে। পঞ্চম দলকে বিশ্বকাপে যেতে হলে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।
Comments