প্রথমার্ধে সুমনের গোলে এগিয়ে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। সে লক্ষ্যে শুরুটা দারুণ হয়েছে তাদের। প্রথমার্ধে এক গোলের ব্যবধানে এগিয়ে আছে লাল সবুজ জার্সিধারীরা।
মালেতে বুধবার তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ভারতের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করা মতিন মিয়ার পরিবর্তে সুমন রেজাকে মাঠে নামান কোচ অস্কার ব্রুজন। তার টোটকা কাজে লাগে দারুণভাবে। সুমনের গোলেই এগিয়ে আছে দলটি।
অবশ্য মাঝমাঠের দখল নেপালের ছিল বেশি। ৬৫ শতাংশ বল পায়ে ছিল তাদের। শটও নেয় ৭টি। অন্যদিকে ৫টি শট নিয়ে একটি গোল আদায় করে নেয় জামাল ভুঁইয়ার দল।
ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। জামাল ভুঁইয়ার ফ্রিকিক নেপালের এক খেলোয়াড়ের মাথায় লেগে গোলমুখে অনেকটা ফাঁকায় চলে আসে সুমন কাছে। লাফিয়ে উঠে দারুণ এক হেডে বল জালে পাঠাতে ভুল করেননি উত্তর বারিধারার এ ফরোয়ার্ড।
Comments