প্রীতি ম্যাচেই লাল কার্ড দেখলেন মরিনহো

প্রতিযোগিতামূলক ম্যাচ এখনও শুরু হয়নি। তবে এর আগে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। জয় পরাজয়ের চেয়ে নিজেদের শক্তি যাচাই করে দেখাই মূল উদ্দেশ্য। কিন্তু আগের দিন রিয়াল বেতিসের বিপক্ষে এএস রোমার ম্যাচ আর বন্ধুত্বমূলক থাকেনি। প্রীতি ম্যাচেই লাল কার্ড দেখতে হয়েছে রোমার কোচ জোসে মরিনহোকে। সঙ্গে লাল কার্ড দেখেছেন তাদের আরও তিন খেলোয়াড়ও।

মূল ঘটনার শুরু ম্যাচের ৫৯তম মিনিটে। এর একটু আগেই গোল করে দলকে ৩-২ গোলের ব্যবধানে এগিয়ে নেন আলেক্স মোরিনো। তার ঠিক পরপরই রোমার অধিনায়ক লোরেঞ্জো পেল্লেগ্রিনিকে তুলে নেন মরিনহো। কিন্তু যাওয়ার সময় আঙুল উঁচিয়ে মোরিনোকে কিছু একটা বলছিলেন তিনি। আর সেটাই পছন্দ হয়নি রেফারির। মাঠ ত্যাগ করার পথেই পেল্লেগ্রিনিকে লাল কার্ড দেখান তিনি।

স্বাভাবিকভাবেই এ ঘটনায় বসে থাকেননি কোচ মরিনহো। বেঞ্চ থেকে উঠে কিছু একটা বলছিলেন তিনি। এটা দেখার সঙ্গে সঙ্গেই ডাগলাইনে এসে এ পর্তুগিজ কোচকেও লাল কার্ড দেখান। ফলে রোমার হয়ে কোচিং পর্বের শুরুতেই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় স্পেশাল ওয়ানকে।

রিয়াল বেতিসের মাঠে শনিবার রাতে রোমাকে ৫-২ গোলে উড়িয়ে দেয় স্বাগতিকরা। শুরুতে সমান তালে লড়াই হলেও শেষ পর্যন্ত ৮ জনের দল হয়ে যাওয়ায় আর কুলিয়ে উঠতে পারেনি ইতালিয়ান দলটি।

ম্যাচের চতুর্থ মিনিটেই রদ্রিগো সানচেজের গোলে এগিয়ে যায় বেতিস। ২৭তম মিনিটে রোমার হয়ে সমতা ফেরান এলদর শমুরোদোভ। এর তিন মিনিট পর ফের এগিয়ে যায় স্বাগতিকরা। গোল করেন নাবিল ফেকির। তবে দ্বিতীয়ার্ধে ষষ্ঠ মিনিটে ফের সমতা ফেরান জিয়ানলুকা মানচিনি।

৫৮তম মিনিটে মোরিনোর গোলে আবারও এগিয়ে যায় বেতিস। এরপরই দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। যার জেরে ৫৯তম মিনিটে পেল্লেগ্রিনি, ৬৫তম মিনিটে মানচিনি ও ৭৮তম মিনিটে রিক কারসদর্পকে লাল কার্ড দেখান রেফারি। এরপর তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করেন ক্রিস্তিয়ান তেল্লো ও রোবার্তো গঞ্জালেজ। ফলে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় মরিনহোর শিষ্যদের।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna.

5m ago